এসএমএল ইসুজ, দীর্ঘ ৪০ বছর ব্যাপী ভারতের বাজারে বাণিজ্যিক যানবাহন বাজারজাত করছে এবং ৩০ বছরেরও বেশি সময় ধরে উত্তরা মোটর্স লিমিটেডের মাধ্যমে বাংলাদেশে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। উত্তরা মোটর্স বাংলাদেশে এসএমএল ইসুজু ইন্ডিয়ার ট্রাক ও টিপারের একমাত্র পরিবেশক।
সমপ্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উত্তরা মোটর্সের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বাংলাদেশে ৩০ বছরেরও বেশি সময় ধরে এসএমএল ইসুজুর ব্যবসায়িক অংশীদারিত্বের জন্য এসএমএল ইসুজু ইন্ডিয়ার নির্বাাহী পরিচালক রামতার কাছ থেকে স্বীকৃতি স্মারক গ্রহণ করেন। এ সময় এসএমএল ইসুজু ইন্ডিয়া ও উত্তরা মোটর্সের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএমএল ইসুজু গাড়ির সংযোজন করার জন্য চট্টগ্রামে উত্তরা মোটর্সের রয়েছে অ্যাসেম্বলিং প্লান্ট এবং একটি অভিজ্ঞ সুসজ্জিত পরিষেবা দল। উত্তরা মোটর্স ৯০ দশকের শুরু থেকে সফলতার সাথে এসএমএল ইসুজুর ট্রাক ও টিপার বিক্রি করে আসছে এবং এ পর্যন্ত সারা দেশে ১৫ হাজারের বেশি এসএমএল ইসুজু গাড়ির গ্রাহক রয়েছে।
উত্তরা মোটর্স বিক্রয়ত্তোর সেবা প্রদানে ও গ্রাহকদের সন্তুষ্টির জন্য বদ্ধপরিকর। উত্তরা মোটর্সের রয়েছে দেশব্যাপী পরিষেবা সেন্টার যেখানে সম্পূর্ণভাবে সজ্জিত এবং প্রশিক্ষিত ইঞ্জিনিয়ার দ্বারা বৈদেশিক মান নিশ্চিত করে এসএমএল ইসুজু গাড়ির সেবা প্রদান করা আসছে। প্রেস বিজ্ঞপ্তি।