স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের প্রথম চিত্র প্রদর্শক অধ্যাপক শফিকুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৪৪ সালে চট্টগ্রামের সাতকানিয়ায় জন্মগ্রহণ করেন অধ্যাপক শফিকুল। ১৯৬৭ সালে বাংলাদেশ কলেজ অফ আর্টস এন্ড ক্রাফটস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এফ.এ এবং ১৯৭৪ সালে মাস্টার্স অফ ফাইন আর্টস (এম.এ) করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। তিনি দীর্ঘ ৩৩ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগে অধ্যাপনা করেন। এ সময় তিনি বিভাগের চেয়ারম্যান ও এ.এফ রহমান হলের প্রভোস্টের দায়িত্ব পালন করেন। চারুকলা বিভাগ ও দেশের শিল্পকলার উন্নয়নে ব্যাপক অবদান রাখেন এই গুণি শিল্পী। যৌথভাবে নকশা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহিদ মিনারের। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা পরবর্তী প্রথম একক চিত্র প্রদর্শনী করেন এই শিল্পী। অধ্যাপক শফিকুল ইসলাম ফাউন্ডেশন মাসব্যাপী বিভিন্ন মানব কল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রেস বিজ্ঞপ্তি।











