পটিয়ার বড়লিয়ায় ২ দিনব্যাপীশাহাদাতে কারবালা মাহফিলে বক্তারা বলেছেন, আহলে বায়তে রাসূল (দ.) বা নবী পরিবার কারবালার প্রান্তরে ফোরাতের তীরে নিজেদের জীবন উৎসর্গ করে আল্লাহ ও রাসূলের (দ.) প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। কারবালার শিক্ষা হলো মিথ্যার কাছে মাথানত নয়, সত্য প্রতিষ্ঠাই প্রয়োজনে জীবন দিতে হবে।
গত শুক্র ও শনিবার বড়লিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাহফিল পরিচালনা পর্ষদের সভাপতি এম এ আক্কাছ নূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তারা এসব কথা বলেন। মুহাম্মদ শহীদুল আলমের সঞ্চালনায় ১ম দিবসে সভাপতিত্ব করেন বড়লিয়া ছালামিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু।
প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি কমর উদ্দীন সবুর। বিশেষ অতিথি ছিলেন সাংবাকি আবসার মাহফুজ, দক্ষিণজেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক হাবীবুল্লাহ মাস্টার, উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি শহীদুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক মুহাম্মদ শফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মেম্বার।
২য় দিবসে মাহফিলে সভাপতিত্ব করেন হিজরী নববর্ষ উদযাপন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ। প্রধান অতিথি ছিলেন ইসলামী সংস্কৃতি পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ওয়াহীদুল আলম। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক কামাল উদ্দীন, মুহাম্মদ মাহবুবুল আলম। তাকরীর করেন মুফতী জয়নাল আবেদীন ক্বাদেরী, মুফতী মুহাম্মদ আবদুল আজিজ রজভী ও মুফতী মুহাম্মদ কায়ছার উদ্দীন ক্বাদেরী প্রমুখ।