চট্টগ্রাম মহা নগরীর ৮ নং ওয়ার্ডের পিলখানার রাস্তাটি বর্ষার জলবদ্ধতার কারণে চলাচলের অনুপোযাগী হয়ে পড়েছে। গত কয়েক মাস পূর্বে বাংলাদেশ রেলওয়ে, বনগবেষণাগার সংলগ্ন রেলক্রসিংয়ে সাথে একটি সেতু নির্মাণ করেন। সেতুটি নির্মাণের প্রাক্কালে পিলখানার এ বিকল্প রাস্তাটি দীর্ঘকাল যানবাহন চলাচল বন্ধ রাখে। তাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। এটি একটি বিকল্প রাস্তা। এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত ছেলেমেয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া করে। সেতু নির্মাণ করতে গিয়ে রাস্তার কালভার্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এটি পুনঃ নির্মাণ না করলে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। এটি ঝুঁকিপূর্ণ কালভার্ট। সামান্য বৃষ্টিতে কালভার্টের দুই পাশে পানি জমে বিশাল জলবদ্ধতা সৃষ্টি হলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অভিভাবকেরা কোমলমতি শিশুদের নিয়ে বিপাকে পড়েন। তাছাড়া আশে পাশের নালানর্দমারও বেহাল দশা। পানি নিষ্কাশন হয় না বিধায় রাস্তাটিতে বড় বড় খানাখন্দ সৃষ্টির ফলে স্কুলগামী ভ্যানগাড়িগুলো দুর্ঘটনা পতিত হচ্ছে। দ্রুত কালভার্টটি নির্মাণ ও রাস্তাটি সংস্কারের জন্য আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের সু–দৃষ্টি কামনা করছি।
মোশাররফ হোসেন রোটন
বশর মার্কেট, বিবিরহাট, চট্টগ্রাম।