চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জ্ঞান অন্বেষণ’ স্লোগানে প্রথমবারের মতো ‘গবেষণা মেলা–২০২৩’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। চুয়েটের গবেষণা ও সমপ্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে আগামীকাল সোমবার সকাল ১০টা থেকে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে এই গবেষণা মেলা অনুষ্ঠিত হবে।
মেলায় দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৫০ জন শিক্ষক, গবেষক, উদ্যোক্তা, প্রফেশনাল ও শিক্ষার্থীদের মিলনমেলা বসবে। যেখানে চূড়ান্তভাবে বাছাইকৃত মোট ১৩১টি গবেষণা প্রবন্ধ (৯৪টি পোস্টার ও ৩৭টি প্রজেক্ট) উপস্থাপন করা হবে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। গেস্ট অব অনার হিসেবে থাকবেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এছাড়া বিশেষ অতিথি থাকবেন চুয়েটের পাঁচটি অনুষদের ডিনবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গবেষণা ও সমপ্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক।
আগামীকাল চুয়েট ক্যাম্পাসে আয়োজিত প্রথম জাতীয় গবেষণা মেলার আনুষ্ঠানিকতা শুরু হবে সকাল সোয়া ১০টয় প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ র্যালির মাধ্যমে। এরপর সাড়ে ১০টায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান, ১১টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই’র তত্ত্বাবধানে ‘স্মার্ট এমপ্লয়মেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। ১২টা থেকে প্রজেক্ট শো–কেস এবং পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হবে। উৎসবের দ্বিতীয় পর্বে বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে ‘ইন্ডাস্ট্রিয়াল টক’ এবং ৩টায় বিশ্ববিখ্যাত মেটাল উৎপানকারী প্রতিষ্ঠান ইতালির ডেনিয়েলি গ্রুপের ‘কর্মসংস্থান’ বিষয়ক প্রেজেন্টেশন। এরপর চুয়েট শিক্ষকদের মাঝে ২০২৩–২৪ অর্থবছরের ‘ডিআরই রিসার্চ প্রজেক্ট অ্যাওয়ার্ড’ এবং ২০২২ সালের ‘বেস্ট রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে। বিকাল সাড়ে ৪টায় এবারের গবেষণা মেলার বিভিন্ন ক্যাটাগরির পুরষ্কার বিতরণ করা হবে।
প্রথমবারের মতো আয়োজিত এই জাতীয় গবেষণা মেলায় চুয়েটসহ বাংলাদেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী ও গবেষকরা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। উক্ত মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের বিভিন্ন লেভেলের (আন্ডারগ্র্যাজুয়েট, পোস্টগ্র্যাজুয়েট, পোস্টডক.) শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের গবেষণা প্রকল্প ও উদ্ভাবন তুলে ধরা হবে। মেলায় পোস্টার প্রদর্শনীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে যথাক্রমে ১০ হাজার, ৭ হাজার ও ৫ হাজার টাকা এবং প্রজেক্ট প্রদর্শনীতে যথাক্রমে ১৫ হাজার, ১০ হাজার ও ৭ হাজার টাকা পুরষ্কার প্রদান করা হবে। এছাড়া প্রথমবারের মত চট্টগ্রামের ১৫টি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মেলায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। মেলায় অংশগ্রহণের জন্য কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি লাগবে না। প্রেস বিজ্ঞপ্তি।