বহদ্দারহাটের দুই হোটেলে অভিযান নারীসহ আটক ৪০

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৬ আগস্ট, ২০২৩ at ৫:৩৪ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মোড়ে হোটেল নিরিবিলি ও গুলজার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে ৪০ জনকে আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল নিরিবিলি ও গুলজার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪০ জন নারী পুরুষকে আটক করা হয়। অভিযানে নিরিবিলি থেকে ৮ জন ও গুলজার থেকে ৩২ জনকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহৃদির মুক্তিযুদ্ধের সিনেমা সুর্বণাকে কাঁদিয়েছে
পরবর্তী নিবন্ধপুলিশ পরিচয়ে প্রতারণা সাতকানিয়ায় গ্রেপ্তার ১