চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত সিজেকেএস প্রিমিয়ার ও প্রথম বিভাগ কাবাডি লিগের নয়টি খেরা নিষ্পত্তি হয়েছে। যার মধ্যে প্রিমিয়ার বিভাগের সুপার ত্রি পর্বের একটি মাত্র খেলা অনুষ্ঠিত হয়। আর সে খেলায় লিটল ব্রাদার্স ৩৮–২৮ পয়েন্টে ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে। আজ শনিবার প্রিমিয়ার বিভাগের সুপার ত্রি পর্বের দ্বিতীয় খেলায় ব্রাদার্স ইউনিয়ন এবং ফ্রেন্ডস ক্লাব পরস্পরের মোকাবেলা করবে। এদিকে প্রথম বিভাগ লিগে আটটি খেলা নিষ্পত্তি হয়েছে। যার মধ্যে কে এম স্পোর্টিং ক্লাব ২৩–১৪ পয়েন্টে রাফা ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। এছাড়া দিনের দ্বিতীয় ম্যাচে কল্লোল সংঘ ২২–১৫ পয়েন্টে পরাজিত করে হালিশহর লাকী ক্লাবকে। দিনের অপরাপর ম্যাচগুলোর মধ্যে সেবানিকেতন ৩২–২৮ পয়েন্টে চিটাগাং রয়েলকে, কোয়ালিটি ব্লুজ সহজে ৩৬–১৫ পয়েন্টে বিসিআইসি ক্রীড়া সংসদকে, ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ৩৬–১০ পয়েন্টে চবক ক্রীড়া সমিতি (সাদা)কে, মাদারবাড়ি মুক্তকন্ঠ ক্লাব ২১–১৯ পয়েন্টে আবেদীন ক্লাবকে, ইয়ং স্টার ব্লুজ ৪৪–১২ বক্সিরহাট ইয়ংম্যান্স ক্লাবকে এবং আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ ৩৪–৩১ পয়েন্টে উল্লাস ক্লাবকে পরাজিত করে ।