গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সভা ও দোয়া মাহফিল

| শনিবার , ২৬ আগস্ট, ২০২৩ at ৫:১৪ পূর্বাহ্ণ

মহানগর স্বেচ্ছাসেবক লীগ : একুশে আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের বিচারের দাবিতে সোমবার মহানগর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি জামাল খানের প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি তসলিম উদ্দিন, নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপুসহ হাজারো নেতৃবৃন্দ।

কমার্স কলেজ ছাত্রলীগ : ২১ আগস্ট গ্রেনেড হামলা ও হত্যাকান্ডের দন্ডপ্রাপ্ত আসামিদের বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবিতে সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সরকারি কমার্স কলেজ ছাত্রলীগ সভাপতি ফখরুল ইসলাম রুবেল ও সাধারণ সম্পাদক আরিফুল আলম আলভীর নেতৃত্বে কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের সাথে নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি আগ্রাবাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের সহসভাপতি নাহিদ পাটোয়ারী মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্টু সেন, সাংগঠনিক সম্পাদক শোয়েব হাসান শুভ, মিরাদুল আলম, প্রচার সম্পাদক ওসমান গনি, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক রিংকু চার্লস ফিনি, আপ্যায়ন সম্পাদক আবু বকর নয়ন, সহসম্পাদক আবিদ ভূঁইয়া, রাকিবুল হাসান, সদস্য ওমর ফারুক প্রমুখ।

পূর্ব নাসিরাবাদ যুবলীগ ও ছাত্রলীগ : ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে পূর্ব নাসিরাবাদ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে গতকাল বাদ আছর নোয়াব আলী জামে মসজিদ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ সভপতি মোহাম্মদ মহসীন। নোয়াব আলী মসজিদের পেশ ইমাম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও ছাত্রনেতা আমির হোসেনের পরিচালনায় এ সময় আরো বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহেদ হোসেন টিটু, খুলশী থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. মাসুম চৌধুরী, মো. মোনায়েম ইসলাম, মো. ইয়াছিন মিয়া, মো. সাইফুল ইসলাম, আজমল হোসেন, মনোয়ার ইসলাম, আনোয়ার হোসেন, মিনহাজুর রহমান, আসিফ মাহমুদ, নায়েম শেখ, ইরফানুল হক, পূর্বনাসিরাবাদ ছাত্রলীগ নেতা আনোয়ার মিয়া, নাজমুল আহসান, শাহাজান মিয়া, এজাজ ইসলাম, মোস্তাহাব বাহাদুর, মো. এলাহি, মো. দিদারুল ইসলাম, মো. আব্রাহাম, মো. আলম মিয়া, মো. জাহেদুল ইসলাম, নওশের আহম্মেদ, মঞ্জুর আলম, জাহাঙ্গীর হোসেন, রিপন হোসেন, শাকিল আহম্মেদ প্রমুখ। সভার শুরুতে ২১ আগস্ট হামলায় নিহতদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়।

চন্দ্রঘোনা আওয়ামী লীগ : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনাকদমতলী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. হারুন সওদাগরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মো. ইদ্রিচ আজগর চেয়ারম্যান, আবদুল মোনাফ সিকদার, আকতার হোসেন খান, নিজাম উদ্দিন বাদশা, এমরুল করিম রাশেদ, আবু তাহের, আবুল কালাম আজাদ, শেখর বিশ্বাস, মো. ইলিয়াছ কাঞ্চন চৌধুরী, মো. আবু মনসুর, এম আবু নাসের, মো. ফোরকান, গাজী মোহাম্মদ এনাম, মো. দেলোয়ার, শেখ মোহাম্মদ রমিজ, আবদুল কাইয়ুম, মো. ইয়াকুব, ওমর ফারুক, শিমুল গুপ্ত, আবুল হক মেম্বার, নূর মোহাম্মদ, মো. সোহেল, গোলজার হোসেন, শামীমা আক্তার, মনিরা চৌধুরী শিমু, শাহাদাত হোসেন তারেক, আলী আয়াস সাকিব প্রমুখ। শেষে দোয়া ও মোনাজাত পরিচালমা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ৮ মাসে ২২২ নরমাল ডেলিভারি মীরসরাইয়ের মা ও শিশু কল্যাণ কেন্দ্র
পরবর্তী নিবন্ধতুরস্কের ড্রোন হামলায় ইরাকে পিকেকের ৭ সদস্য নিহত