নগরীর কোতোয়ালী থানাধীন চামড়ার গুদামের সন্দ্বীপ ঘাট এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। আটকরা হলো মো. শফিউল্যাহ (৩৫) এবং ইমাম হোসেন (২৮)।
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে এক হাজার ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। তারা কক্সবাজারের টেকনাফ থানা এলাকা থেকে ইয়াবা এনে চট্টগ্রাম শহরে বিক্রি করার জন্য অবস্থান করছিলো।












