আওয়ামী লীগ দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায়

পটিয়ার বড়লিয়ায় ত্রাণ বিতরণে হুইপ

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২৬ আগস্ট, ২০২৩ at ৫:০৬ পূর্বাহ্ণ

হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেন, বিএনপি জ্বালাওপোড়াও করে আর আ’লীগ দু:সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। বিএনপি যদি রাজপথে আর জ্বালাওপোড়াওসহ কোনো সংঘাতের অপচেষ্টা করে তাহলে আওয়ামী লীগ জনগণের নিরাপত্তায় তাদের প্রতিহত করতে প্রস্তুত। পদযাত্রা কর্মসূচি নাম দিয়ে বিএনপি বিশৃঙ্খলা ও দেশের মানুষের সাথে তামাশা করছে। বিএনপি যতই বিশৃঙ্খলা করুক তাতে কোনো লাভ হবে না। সাধারণ মানুষ এখন তাদের মতিগতি বুঝে গেছে। তিনি গতকাল শুক্রবার পটিয়ার বড়লিয়া ইউনিয়নের দুস্থ মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণকালে তিনি এ কথা বলেন। ত্রাণ সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম সামশুজ্জামান, সাবেক সভাপতি রাশেদ মনোয়ার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না
পরবর্তী নিবন্ধবেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সমাবেশ