নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, চট্টগ্রাম জেলার উদ্যোগে আলোচনা সভা গতকাল বিকাল ৪টায় নিউমার্কেট দোস্ত বিল্ডিংস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা আহ্বায়ক জুবায়ের বীনার সভাপতিত্বে সভায় আলোচনা করেন বাসদ চট্টগ্রাম জেলা ইনচার্জ আল কাদেরী জয়, সদস্য নুরুল হুদা নিপু, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য আহমদ জসীম, ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন। সভা পরিচালনা করেন জেলা সদস্য
সুপ্রীতি বড়ুয়া। সভায় বক্তারা বলেন, ২৮ বছর আগে ইয়াসমিন হত্যার ঘটনার পর আজও বিচারহীনতা ও ক্ষমতাকেন্দ্রিক বলয় দেশে ধর্ষণ নিপীড়নের প্রবণতাকে আরো বাড়িয়ে দিয়েছে। রাষ্ট্র ও পুরুষতান্ত্রিক সমাজে নারী ঘরে বা বাইরে কোথাও নিরাপদ নয়। পুঁজিবাদী সমাজে নারীকে পণ্য বানিয়ে প্রতিনিয়ত নারীকে অপমানিত ও লাঞ্চিত করছে। আজ দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার নারী কিন্তু নারীর কোনো ক্ষমতায়ন হয়নি। দেশে সরকারকথিত উন্নয়ন বাড়ছে অথচ নারীর নির্যাতন প্রতিরোধে বাজেট বরাদ্দ কমছে। এতেই বোঝা যায় সরকার, রাষ্ট্র এবং শাসকগোষ্ঠী আজ এই নিপীড়নের পৃষ্ঠপোষকতা করে চলছে। তাই নারী নির্যাতন প্রতিরোধ কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, সমাজ পরিবর্তনের পরিপূরক লড়াই হিসেবেই নারীর অধিকার প্রতিষ্ঠা করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।












