পুকুরিয়ায় বন্যহাতির আক্রমণে নিহত ১

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২৬ আগস্ট, ২০২৩ at ৫:০৩ পূর্বাহ্ণ

বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের পশ্চিম নাটমুড়া এলাকায় বন্যহাতির আক্রমণে আবুল কাশেম নামে এক দিন মজুরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার পুকুরিয়া ইউপির পশ্চিম নাটমুড়া দারুত তাকওয়া মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া আবুল কাশেম কক্সবাজারের চকরিয়া থানার ঢেমুশিয়া ইউপির খলিলুর রহমানের পুত্র। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোরে নামাজ পড়তে বের হলে বন্যহাতির আক্রমণের শিকার হন আবুল কাশেম। আহত অবস্থায় উদ্ধার করে তাকে চমেক হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। মৃত আবুল কাশেম কয়েকদিন ধরে চকরিয়া থেকে এসে বাঁশখালীর পুকুরিয়া এলাকায় দিনমজুরের কাজ করছিলেন। চমেক হাসপাতালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পরিবারের লোকজন।

রামদাশ হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোলাইমান জানান, পুকুরিয়া এলাকায় হাতির আক্রমণে আবুল কাশেম নামে চকরিয়ার এক দিনমজুরের মৃত্যু হয়েছে। পরিবারের অনুরোধের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কালিপুর রেঞ্জ ফরেস্ট রেঞ্জার মো: মনোয়ার হোসেন বলেন, হাতির হামলায় এক ব্যক্তির নিহতের খবর জানা গেলেও আত্মীয় স্বজন তাকে চমেকে নিয়ে যাওয়াতে বিস্তারিত জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধজুলাইয়ে ২০৫৬১ কোটি টাকা রাজস্ব আদায়
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে বাসের ধাক্কায় গৃহবধূর মৃত্যু