সঙ্গীতশিল্পীর বাসায় চুরি গ্রেপ্তার ১

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৬ আগস্ট, ২০২৩ at ৪:৪৭ পূর্বাহ্ণ

কোতোয়ালী থানাধীন পাথরঘাটা জেমসেন স্কুলের পাশে রায়হান সুলতানা রেহানার নামে এক সঙ্গীত শিল্পীর বাসায় চুরির ঘটনায় মো. বাবুল প্রকাশ বাবলু নামে এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।

কোতোয়ালী থানার এসআই মো. মেহেদী বলেন, গত মাসে পাথরঘাটা জেমসেন স্কুলের পাশে রায়হান সুলতানা রেহানা নামে এক সংগীত শিল্পীর বাসায় চুরির ঘটনা ঘটে। ওই বাসার তালা ভেঙে ৪ ভরি স্বর্ণ, ২টি মোবাইল, মাইক্রোফোন ও নগদ টাকা নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় তিনি থানায় মামলা করেন। মামলা তদন্তে সিসিটিভি ফুটেজ দেখে আমরা মো. বাবুল প্রকাশ বাবলুর বিষয়ে নিশ্চিত হই। এর মধ্যে সদরঘাট থানা পুলিশের হাতে গ্রেপ্তারের খবর পেয়ে আদালতের মাধ্যমে আমরা তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চোরাই মালামালের তথ্য দেয় বাবলু। তার তথ্যমতে হালিশহর ঈদগাহ কাঁচা রাস্তা এলাক থেকে চুরি করা ১টি ট্যাব, ১টি আইফোন, পাথরঘাটা থেকে চুরি করা একটি কর্ডলেস মাইক্রোফোন ও স্বর্ণ বিক্রির নগদ দেড় লাখ জব্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে ছুরিকাঘাতে খুন
পরবর্তী নিবন্ধনগরে বিএনপির গণমিছিল আজ