চট্টগ্রামে আরও ৬৪ ডেঙ্গু রোগী শনাক্ত

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৬ আগস্ট, ২০২৩ at ৪:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৬৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮১ জনে। আক্রান্তদের মাঝে এ পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এর মাঝে ২৫ জনেরই মৃত্যু হয়েছে চলতি আগস্ট মাসে। মোট মৃত্যুর ১৮ জনই শিশু। দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ২৫৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মাঝে চমেক হাসপাতালে ভর্তি রয়েছে ১১২ জন।

পূর্ববর্তী নিবন্ধসারা দেশে একদিনে ১৪ মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা কাল শুরু