রাঙ্গুনিয়ার শেখ রাসেল ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত শেখ রাসেল কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উন্নীত হয়েছে ইছাখালী টাইগার ক্লাব। গতকাল উপজেলার পোমরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ইছাখালি টাইগার ক্লাব ১–০ গোলে চকবাজার স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলার প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শেষ মূহূর্তে ইছাখালি টাইগার ক্লাবের হেলাল গোল করে দলকে ১–০ গোলে জয় পাইয়ে দেওয়ার পাশাপাশি সেমি ফাইনাল নিশ্চিত করে। এর আগে খেলার উদ্বোধন করেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহ–সভাপতি আব্বাস হোসাইন আফতাব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আকাশ আহমেদ। সংবর্ধিত অতিথি ছিলেন সাবেক কৃতী ফুটবলার পিপলু বড়ুয়া। উপস্থিত ছিলেন শেখ রাসেল ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান পৃষ্ঠপোষক এমরুল করিম রাশেদ, আহবায়ক আহমদ আলী নঈমী, সদস্য সচিব এনামুল হক, উপজেলা আ. লীগের সহ দপ্তর সম্পাদক হালিম তালুকদার, পোমরা ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক মাষ্টার মুসলিম উদ্দিন, পোমরা ইউনিয়ন আ. লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার আজিজ, পোমরা তাঁতী লীগের সভাপতি আবু জাফর প্রমুখ। খেলায় ইছাখালি টাইগার ক্লাবের মো. হেলালের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে ১৬টি দল অংশগ্রহণ করছে। আজ শুক্রবার বিকেলে রাঙ্গুনিয়া অল স্টার স্পোর্টিং ক্লাব ও রাউজান ওয়াই কে বি একাদশ তৃতীয় কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে।












