ইমাম হোসাইন (রাঃ) এর শাহাদাতের মাধ্যমে হক্ব-বাতিল নির্ণয় হয়েছে

আলী নগর গাউসিয়া কমিটির মাহফিলে বক্তারা

| শুক্রবার , ২৫ আগস্ট, ২০২৩ at ৪:২৩ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি বাংলাদেশ লতিফপুর ওয়ার্ড আলীরহাট আলীনগর শাখার মাহফিলে বক্তারা বলেন, ইমাম হোসাইন (রাঃ)এর শাহাদাতের মাধ্যমে হক্ববাতিল নির্ণয় হয়েছে। হযরত ইমাম হোসাইন (রাঃ)এর বংশ পরম্পরা তাঁর আওলাদগণ কিয়ামত অবধি হকের পক্ষে সকল অন্যায় জুলুম ও বাতিলের বিরুদ্ধে আদর্শিক মোকাবিলা করে যাবে। বক্তারা আরো বলেন, আল্লাহর অশেষ নিয়ামত ও দয়ায় মানুষকে সৃষ্টির সেরা জীব করে দুনিয়াতে পাঠিয়েছেন। সৃষ্টির সেরা হিসেবে সৃষ্টির সকল কিছুর যথাসাধ্য সেবা করাই মানুষের সর্বোত্তম আমল ও এবাদত। আওলাদে রাসুল (দরূদ) আল্লামা সৈয়দ তৈয়ব শাহ (রাঃ) এর প্রতিষ্ঠিত গাউসিয়া কমিটির কর্মীরা হযরত ইমাম হোসাইনের পদাঙ্ক অনুসরণ করে গাউসিয়া কমিটির কার্যক্রম নির্দিষ্ট গন্ডির ভিতর সীমাবদ্ধ না রেখে জাতিধর্ম নির্বিশেষে সৃষ্টির সেবায় নিজেদের নিরলস খেদমতে নিয়োজিত রেখেছেন। গাউসিয়া কমিটি বাংলাদেশ লতিফপুর ওয়ার্ড আওতাধীন আলীরহাট আলীনগর শাখার উদ্যোগে ১৭ আগস্ট (বৃহস্পতিবার) আকবরশাহ থানা অন্তর্গত সিটি গেইট সংলগ্ন আলী হাট মক্কী জামে মসজিদ প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় আহলে বায়াতে রাসূল (.) স্মরণে ১৯তম আজিমুশশান শাহাদাতে কারবালার মাহফিলে বক্তারা উপরোক্ত বক্তব্য রাখেন। এর আগে গাউসিয়া কমিটি কেন্দ্রীয় ব্লাড ব্যাংক এর ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প সম্পন্ন হয়। মুহাম্মদ আবু নাছের এর সভাপতিত্বে ও রবিউল হোসেন বাবুর সঞ্চালনায় মাহফিলে উদ্বোধন করেন সাবেক প্যানেল মেয়র ও উত্তর কাট্টলী ১০নং ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ (মঞ্জু)। প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা মুফতি জসিম উদ্দিন আযহারী। প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ জাফরাবাদ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি আব্দুল গফুর রেজভী। বিশেষ বক্তা ছিলেন কাটির হাট মুহাম্মদীয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসার আরবি প্রভাষক হাফেজ মাওলানা নাজিম উদ্দিন, গাউসিয়া কমিটি বাংলাদেশ লতিফপুর ওয়ার্ড এর দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা ওলিউজ্জামান, দাওয়াতে খায়র সম্পাদক হাফেজ মাওলানা আবু তৈয়ব আলকাদেরী। সম্মানিত অতিথি ও কমিটির দ্বায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মুহাম্মদ শফি, আবুল কাশেম পাটোয়ারী, খ ম নজরুল হুদা, ইঞ্জিনিয়ার সাইফুল, নেজাম উদ্দিন, ইউসুফ, বাদশা, রেজাউল, মনির, আশিক, হারুন, মুন্না, সাকিব প্রমুখ। এছাড়াও সংগঠনের বিভিন্ন থানা ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দসহ অসংখ্য শ্রোতাদর্শক মাহফিলে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধসঞ্চয়পত্রের মুনাফায় বাড়তি কর দিতে হবে না