নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন এবং বিএনপি ও সমমনা রাজনৈতিক দলসমূহের ঘোষিত এক দফা দাবির সমর্থনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড় থেকে জিরো পয়েন্ট অতিক্রম করে রেল স্টেশনে গিয়ে শেষ হয়।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। তবে ৫–৭ মিনিট ক্যাম্পাসে মিছিল করে দ্রুত সটকে পড়ে তারা।
এদিকে বিক্ষোভ মিছিলে সদ্য ঘোষিত পাঁচ সদস্যের কমিটির মধ্যে সাধারণ সম্পাদক ছাড়া বাকি চারজনকে দেখা যায়নি। তবে এর আগে গত ১৬ আগস্ট মূল ক্যাম্পাসের বাইরে বহিরাগতদের নিয়ে দুই নম্বর গেট এলাকায় মিছিল করে শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনের অনুসারীরা।












