১৫ ও ২১ আগস্টের খুনিরা এক ও অভিন্ন অপশক্তি

আলোচনা সভায় বক্তারা

আজাদী ডেস্ক | শুক্রবার , ২৫ আগস্ট, ২০২৩ at ৫:১৮ পূর্বাহ্ণ

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী শহীদ আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল সংগঠনের আন্দরকিল্লাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম হারুন লুবনার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ।

সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি কল্পনা লালা, দীপিকা বড়ুয়া, রেহানা ফেরদৌস, জান্নাত আরা মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী অ্যাডভোকেট পাপড়ী সুলতানা, ববিতা বড়ুয়া, কৃষ্ণা দাস, নুরিমন আক্তার, কোষাধ্যক্ষ আঞ্জুমান আরা স্বাম্মী, সঞ্চিতা বড়ুয়া, জীবন আরা বেগম, মোমেনা আক্তার নয়ন, রেহানা আক্তার কাজেমী, তামান্না সুলতানা, রওশন আরা হেলেন, কোহিনুর আক্তার, শাহনাজ বেগম, লুৎফুন্নেছা চৌধুরী, মরিয়ম বেগম প্রমুখ। আলোচনা সভায় ড. অনুপম সেন বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট এবং ২০০৪ সালের ২১ আগস্টের হামলাকারী ও খুনিরা অভিন্ন অপশক্তি। এই খুনীদের মূল লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে ধুলিস্যাৎ করে বাংলাদেশকে পুনরায় পাকিস্তানে পরিণত করা। এজন্যই স্বাধীনতা বিরোধী ও যুদ্ধপরাধীরা ২০০৪ সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা ও আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার লক্ষ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছিল। এ হামলায় আইভি রহমানসহ ২৪জন শহীদ হন ও অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করেন।

উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ : চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দুস্তদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট বাসন্তী প্রভা পালিতের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি সৈয়দা রিপাত আকতার নিশু, রোমানা নাসরিন, সৈয়দা সাহিদা সুলতানা, হামিদা বেগম, জাহারা নাজনীন, নুসরাত জাহান, দিলরোবা বেগম, রহিমা মনসুর, সেলিনা বেগম, এডভোকেট রোহেনা বেগম, দেলোয়ারা বেগম, রিমা আকতার, লিপি দেয়ানজী, পারভিন আকতার, নিলিমা বড়ুয়া, রাশেদা বেগম, হোসনেয়ারা বেগম, দিলুয়ারা বেগম, রুবি আকতার প্রমুখ।

সোনাইছড়ি ইউনিয়ন আ.লীগ : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য দিদারুল আলম। স্থানীয় স্কুল মাঠে সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম বাবুল পরিচালনায় সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের সদস্য মোহাম্মদ ইদ্রিস। অতিথি হিসেবে বক্তব্য রাখেনআওয়ামীলীগ নেতা মহিউদ্দিন আহমেদ মঞ্জু, ইঞ্জিনিয়ার আজিজুল হক, ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, মোহাম্মদ আলাউদ্দিন, জয়নব বিবি জলি, নুর আহম্মদ, মাহবুবুল আলম, মো. ওসমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিরানী, অহিদুল আলম চেওধুরী, আবু সৈয়দ, নাজিম উদ্দিন, মেহেদী হাসান রুবেল, এস এম নুরউদ্দিন প্রমুখ।

দক্ষিণ জেলা যুবলীগ : গ্রেনেড হামলায় নিহত তৎকালীন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী আওয়ামী লীগ নেত্রী বেগম আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল গতকাল বৃহস্পতিবার বিকালে লালদিঘি জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম জহুরের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহসভাপতি মোহাম্মদ তৌহিদুল আলম, মাঈন উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক শফিউল আজম শেফু, মুরিদুল আলম মুরাদ, বেলাল হোসেন মিটু, আবিদ হোসেন, নুরুল আমিন, আ ন ম ফরহাদুল আলম, .এইচ.এম উসমান গনি রাসেল, মাহবুবুর রহমান, হাসান উল্লাহ চৌধুরী, মূসা তসলিম, সারোয়ার আলমসহ নেতৃবৃন্দ। শেষে আইভি রহমানসহ গ্রেনেড হামলায় নিহত সকল সহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

আনোয়ারা আওয়ামী লীগ : আনোয়ারা প্রতিনিধি জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের উদ্যাগে বিক্ষোভমিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার আনোয়ারা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ভিপি জাফর উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল, সুগ্রীব মজুমদার দোলন, সগীর আহমেদ আজাদ, শাহাব উদ্দিন, কলিম উদ্দিন, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, মামুনুর রশীদ, মোহাম্মদ সৈয়দ প্রমুহ।

মহানগর মৎস্যজীবী লীগ : চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা সোমবার বিকালে নগরীর পাথরঘাটাস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সহসভাপতি হেমায়েত হোসেন মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ মোতালেব তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক এম.এ গফফার কুতুবী। প্রধান বক্তা ছিলেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মশিউর রহমান রোকন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের সভাপতি নুরুল আমিন মানিক। আরো বক্তব্য রাখেন মহানগর মৎস্যজীবী লীগের সহসভাপতি জাহিদুর রহমান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ রহমান, সাংগঠনিক সম্পাদক এমএ মজিদ, দপ্তর সম্পাদক সালাউদ্দিন মানিক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাদিম শরীফ মিন্টু, কার্যকরী সদস্য ফরহাদ আহমেদ মিথুন, খবির উদ্দিন মাস্টার, মো. খোকন, ফরহাদ আহমেদ মিথুুন, আল আমীন, চাঁন্দগাও থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, মোহাম্মদ হোসেন খান বাবুজী, আমির মোহাম্মদ বেলাল, প্রকাশ জৈন, সিটন দাশ, স্বপন দাশ প্রমুখ।

পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগ : ৩নং পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে একুশে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ এবং বিচারের দাবিতে আলোচনা সভা ২১ আগস্ট নয়ারহাট অন্যনা স্কয়ার মিলনায়তনে আহমদ রিয়াজের সভাপতিত্বে আবু সাদাত মোহাম্মদ সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ মইনুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ এর সাবেক সহ সভাপতি মোহাম্মদ ফেরদৌস, মোহাম্মদ শামসুল আলম। প্রধান বক্তা ছিলেন আবদুস শাকুর ফারুকী। বিশেষ বক্তা ছিলেন আবদুল্লাহ আল মামুন। বক্তব্য দেন, সেলিম রনি, সোহরাব হোসেন মজুমদার, আবুল কালাম আবু, এস এম ইয়াকুব আলী মাস্টার, এস এম জাহাঙ্গীর আলম, মাওলানা নুরুল আবছার আলকাদেরী, গোলাম রসুল সাইফুল প্রমুখ।

সদরঘাট থানা ঘাট ও গুদাম শ্রমিক লীগ : ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড দুর্নীতিবাজ তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করার দাবিতে সদরঘাট থানা ঘাট ও গুদাম শ্রমিক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন মোস্তাফা কামাল টিপু, মো. রাজা মিয়া, আলমগীর শরিফ, আমির হোসেন বাচ্চু, সোহিদুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিএসপি আগামী নির্বাচনে ২শ থেকে ২শ ২০ আসনে প্রার্থী দেবে
পরবর্তী নিবন্ধচবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল