সড়কে প্রাণ গেল সন্তানসম্ভবা গৃহবধূ ও তার মায়ের

চকরিয়ায় সিএনজি টেক্সিকে লরির চাপা

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৫ আগস্ট, ২০২৩ at ৪:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের চকরিয়ায় একটি ইস্পাত কোম্পানির দীর্ঘ লরির চাপায় দুমড়েমুচড়ে গেছে সিএনজি চালিত টেক্সি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন সন্তানসম্ভবা এক গৃহবধূ ও তার গর্ভধারিনী মা। আহত হয়েছেন আরও চারজন। তম্মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। হতাহত সকলেই সিএনজি টেক্সির যাত্রী এবং চালক। গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া দুইটার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের চকরিয়ার বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া স্টেশনের কাছে আমতলী নামক স্থানে মহাসড়কের বাঁকে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেনবান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বুড়ির চিকনঘোনা গ্রামের আবদুস সালামের স্ত্রী রোকেয়া বেগম (৫৫) ও তারই কন্যা এবং চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ভাণ্ডারির ঢেবা গ্রামের মামুনুর রশীদের স্ত্রী জেসমিন আক্তার (২০)

আহতরা হলেনহারবাংয়ের দুদু মিয়া (৫০) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৪০), বানিয়ারছড়ার আবুল কাশেমের শিশু কন্যা তানিয়া সুলতানা () ও কাউছার উদ্দিনের স্ত্রী বুলবুল জন্নাত (৩০)। এর মধ্যে রাবেয়া বেগমকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র দৈনিক আজাদীকে জানান, হারবাংয়ের ভাণ্ডারির ঢেবার গৃহবধূ জেসমিন আক্তার ছিলেন সন্তানসম্ভবা। দুপুরের দিকে তার প্রসব বেদনা উঠে। এই অবস্থায় পরিবারের সদস্যরা চকরিয়া পৌরশহরের হাসপাতালে নেয়ার উদ্দেশে তাকে সিএনজি টেক্সিতে নিয়ে রওনা দেন। কিন্তু পথিমধ্যে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে একসঙ্গে প্রাণ হারিয়েছেন জেসমিন ও তার মা। এ সময় পরিবার দুটির আরও তিন সদস্য এবং অটো চালক আহত হন।

তিনি আরও জানান, মহাসড়কের আমতলী নামক স্থানের ঝুঁকিপূর্ণ বাঁকে ভয়াবহ এই দুর্ঘটনা সংঘটিত হওয়ার পরপরই হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার এবং ক্রেনের সহায়তায় দুর্ঘটনায় পতিত লরি ও সিএনজি টেক্সিটি সরিয়ে নেয়। এতে প্রায় আধঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসঞ্চয়পত্রের মুনাফায় বাড়তি কর দিতে হবে না
পরবর্তী নিবন্ধনগরীর যেসব এলাকায় আজ ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না