দোলনার রশি গলায় আটকে শিশুর মৃত্যু

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ আগস্ট, ২০২৩ at ৫:৫১ পূর্বাহ্ণ

বাবার বেঁধে দেয়া দোলনায় দোলতে গিয়ে রশিতে গলায় ফাঁস লেগে মারা গেল শিশু মেহেরাজ হোসেন রাকিব। ৬ বছর বয়সী শিশুটি মারা যায় গত মঙ্গলবার রাতে নগরের একটি বেসরকারি হাসপাতালে। সে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের সুজার বাড়ির মোহাম্মদ আলমগীরের প্রথম পুত্র। শোকাহত বাবা আলমগীর বলেছেন, রাকিব দোলনায় চড়ার বায়না ধরায় ঘরের বারান্দায় রশি দিয়ে দোলনা বেঁধে দিয়েছিলাম।

মঙ্গলবার দুপুরে সে দোলনায় দোল খাচ্ছিল। পরিবারের সদস্য সকলে ছিল পারিবারিক কাজে ব্যস্ত। রাকিব বারান্দায় একাকি দোল খেতে খেতে এক সময় দোলনার রশি তার গলায় প্যাঁচ লেগে যায়। তার মা এসে ঘটনা দেখে চিৎকার করতে করতে গলা থেকে রশি খুলে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল বুধবার সকালে তাকে দাফন করা হয়েছে গ্রামের কবর স্থানে। নিহত রাকিবের একটি ছোট ভাই রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএক বছর পর জট খুলেছে অনলাইন নিলামের
পরবর্তী নিবন্ধশত ব্যস্ততার মধ্যেও শিক্ষকতা অব্যাহত রেখেছেন তথ্যমন্ত্রী