যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত, ছড়িয়ে পড়ছে আরেক ঢেউ

| বৃহস্পতিবার , ২৪ আগস্ট, ২০২৩ at ৫:৪৭ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের নতুন তিনটি ধরন শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, তারা নিবিড়ভাবে এই ধরণগুলোর গতিপ্রকৃতি অনুসরণ করছে এবং এগুলো এখন দেশজুড়ে ছড়িয়ে পড়ছে। মানুষও এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। এই তিনটি ধরন হচ্ছেইজি., এফএল...১ এবং বিএ..৮৬। কোভিডের আগের সংক্রমণের ঢেউয়ের তুলনায় নতুন এই ধরনগুলোর সংক্রমণে হাসপাতালে রোগী ভর্তির হার এখন পর্যন্ত কম। তবে এধরণগুলোতে সংক্রমণের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে সিবিএস নিউজ।

ইজি.৫ ধরনটির দাপটই সমপ্রতি যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। গত ১৮ আগস্টে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) আনুমানিক হিসাব দিয়ে বলেছে, নতুন ২০ দশমিক ৬ শতাংশ সংক্রমণের জন্য দায়ী এই ধরণ।

এরপরের ধাপেই সংক্রমণের বিস্তার ঘটাচ্ছে এফএল...১ ধরণটি। সিডিসি’র হিসাবমতে, নতুন ১৩ দশমিক ৩ শতাংশ সংক্রমণের জন্য এই ধরণ দায়ী।

তবে নতুন শনাক্ত ইজি.৫ এবং এফএল...এই দুটো ধরণই একেবারে নতুন ধরন নয়। এ ধরণ দুটি এক্সবিবি ধরনেরই উপধরণ। ভাইরাসটির মূল ধরন এক্সবিবি...২ এর সঙ্গে তুলনা করলে এর স্পাইকে বাড়তি একটি মিউটেশন বা রূপান্তর হয়েছে, যেটি এফ৪৫৬এল নামে পরিচিত।

আর তৃতীয় ধরণ বিএ..৮৬ নতুন সংক্রমণ ঘটাচ্ছে স্বল্পমাত্রায়। তবে ভাইরাসটির মূল কিছু অংশে বেশকিছু সংখ্যক মিউটেশন ঘটার কারণে এ ধরণটি অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য কর্মকর্তারা মনে করছেন, খুব শিগগিরই যেসব টিকা আসছে তা দিয়েই এ ধরণগুলোর সংক্রমণ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব হবে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে বন্যায় ক্ষতি শত কোটি টাকা
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ক্ষতিগ্রস্ত ১৩ সড়ক এখনো সংস্কারবিহীন