শিশুদের পরিবেশ-বান্ধব নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে

পমা’র পরিবেশ-চিত্রাঙ্কন উৎসবে ড. ওবায়দুল করিম

| বুধবার , ২৩ আগস্ট, ২০২৩ at ১০:৪৭ পূর্বাহ্ণ

নগরীর জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে পরিবেশমানবাধিকার আন্দোলন (পমা) আয়োজিত পমা পরিবেশচিত্রাঙ্কন উৎসবের সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সংগঠনের নির্বাহী সভাপতি প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ বাহাদুর। দিলরুবা খানমের ও নাসরিন সুলতানা খানমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ বদরুল হাসান টিটু। ধন্যবাদ জ্ঞাপন করেন বক্তব্য সাধারণ সম্পাদক আবসার মাহফুজ। বক্তব্য রাখেন লায়ন জাহাঙ্গীর মিঞা, অধ্যাপক সুপ্রতীম বড়ুয়া, . মুহাম্মদ কামাল উদ্দিন, রেহেনা চৌধুরী, উৎপল কান্তি বড়ুয়া, শারুদ নিজাম, মো. দিদারুল আলম, মমতাজই নুর, সৈয়দা তানজিনা মোবাশ্বিরীন রিপা, আফনান সিদ্দিকী নিবৃতি প্রমুখ।

প্রধান অতিথি বলেন, একটি জাতির সর্বাধিক গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে শিশুরা। তিনি বলেন,শিশুদের পরিবেশবান্ধব নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাজার মনিটরিং জোরদার করার আহ্বান সিওসি’র
পরবর্তী নিবন্ধউখিয়ায় দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা কিশোর নিহত