যে কারণে আবারও ডিবি কার্যালয়ে হিরো আলম

| বুধবার , ২৩ আগস্ট, ২০২৩ at ১০:২৯ পূর্বাহ্ণ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গিয়েছিলেন হিরো আলম। গতকাল মঙ্গলবার আগস্ট সেখানে ডিবির উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। হিরো আলম নিজে এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা১৭ আসনের উপনির্বাচনে আমার ওপর যারা হামলা চালিয়েছে তাদের সবার তথ্য আমি ডিবিতে দিয়েছি। ওইদিন আমার সঙ্গে যারা ছিলেন তারা ডিবিতে জবানবন্দি দিয়েছেন। ডিবি থেকে আমাকে বলা হয়ছে, যারা আমার ওপর হামলা চালিয়েছে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।

তাদের সবার বিচার হবে। তিনি আরও বলেন, আমি সব সময় আইনের ওপর ভরসা করি। তারা যা কিছু করবেন, সব কিছু ভালো করবেনএটা আমার আস্থা আছে। ঢাকা১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছেন হিরো আলম।

গত ১৭ জুলাই নির্বাচনের দিন দুপুর আড়াইটার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুলে পরিদর্শনে যান হিরো আলম। সেখানে তার ওপর হামলা চালায় কিছু লোক। মারতে মারতে তাকে বনানী বিব্লক এর ২৩ নম্বর বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে একটি হাসপাতালে চিকিৎসা নিতে যান হিরো আলম।

পূর্ববর্তী নিবন্ধগাড়ি দুর্ঘটনায় আহত, পরীর সঙ্গেও দূরত্ব হয়নি রাজের
পরবর্তী নিবন্ধকানাডার চলচ্চিত্র উৎসবে ‘মুজিব’ যাবেন তিশা-শুভ