ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে মেট্রোপলিটন চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়

বাংলাদেশ থেকে স্টিল, পাট এবং পাটজাত পণ্য আমদানি করার আহ্বান

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ আগস্ট, ২০২৩ at ১০:২৭ পূর্বাহ্ণ

বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু এইচ সুবুলুর সঙ্গে মতবিনিময় করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) নেতারা। গতকাল মঙ্গলবার আগ্রাবাদ কাদেরী চেম্বারের সিএমসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এ এম মাহবুব চৌধুরী। সঞ্চালনায় ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সচিব জয়নাল আবেদিন। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএমসিসিআই পরিচালক আব্দুল আউয়াল, এইচএম হাকিম আলী, প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, অজিত কুমার দাশ, এম. সোলায়মান, ফেরদৌস ওয়াহিদ, ইন্দোনেশিয়া দূতাবাসের তৃতীয় সচিব ফিট্রি নুরিল ইসলামী এবং সাপতু রুদিয়ান্তু সহ প্রমুখ।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু এইচ সুবুলু তার বক্তব্যে ইন্দোনেশিয়ায় আয়োজিত ৩৮তম ট্রেড এঙপোতে সিএমসিসিআই প্রতিনিধির মাধ্যমে চট্টগ্রামের ব্যবসায়ীদের অংশগ্রহণ করার আমন্ত্রণ জানান। এজন্য বাংলাদেশের ব্যবসায়ীদের ভ্রমণসহ যেকোনো ধরনের ব্যবসায়ী সমস্যা সমাধানে ঢাকায় অবস্থিত ইন্দোনেশিয়া দূতাবাসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ভবিষ্যতে ব্যবসাবাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে তিনি দু’দেশের ব্যবসায়ীদের একসাথে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিএমসিসিআই পরিচালক প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, বিএসআরএম গ্রুপ এবং কেডিএস গ্রুপের প্রতিনিধি ইমরুল কায়েস এবং আহসান হাবিব। সভায় বক্তারা স্টিল, পাট এবং পাটজাত পণ্যসহ পোশাক পণ্য আরো বেশি বাংলাদেশ থেকে আমদানি করার জন্য রাষ্ট্রদূতের মাধ্যমে ইন্দোনেশিয়া সরকারকে অনুরোধ জানান।

এছাড়া সিআর কয়েল রপ্তানির ক্ষেত্রে ডিউটি ফ্রি করার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া পৌরসভার ৪৩ কোটি ১৭ লাখ টাকার বাজেট ঘোষণা
পরবর্তী নিবন্ধ‘প্রিয়তমা’র সাফল্যে পরিচালককে গাড়ি উপহার দিলেন প্রযোজক