দলের জন্য দোয়া চাইলেন প্রবাসীদের

আবার দুবাইয়ে সোনার দোকান উদ্বোধনে সাকিব

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২২ আগস্ট, ২০২৩ at ১০:৪৮ পূর্বাহ্ণ

কানাডার গ্লোবাল টিটোয়ন্টি লিগ শেষ করে সাকিব চলে যান শ্রীলংকায়। সেখানে লংকান প্রিমিয়ার লিগে খেলেন গল টাইটান্সের হয়ে। কিন্তু দলকে ফাইনালে তুলতে পারেননি সাকিব এবং লিটন দাশ। ফলে ফাইনালের আগেই লিটন ফিরেন দেশে। আর সাকিব চলে যান দুবাইয়ে। গত ১৯ আগস্ট বিলাভ ক্যান্ডির কাছে হেরে কোয়ালিফায়ার থেকে বিদায় নেয় সাকিবের দল। সাকিব লঙ্কান প্রিমিয়ার লিগ শেষ করে যান দুবাইয়ে একটি সোনার দোকান উদ্বোধন করতে। দুবাইয়ের বিখ্যাত সোনার বাজার ‘গোল্ড সুকে’ সোনার কারবারি প্রতিষ্ঠান এনআরআই জুয়েলারির হোলসেল কার্যালয় উদ্বোধন করেছেন সাকিব। সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও। আজ কালের মধ্যেই এশিয়া কাপের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সাকিবের। ২৬ আগস্ট শ্রীলংকার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। দুবাইয়ে সোনার দোকান উদ্বোধন করতে গিয়ে দলের জন্য দোয়াও চেয়েছেন সাকিব। তিনি বলেন, সামনে আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপ। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা ভালো খেলতে পারি। সাকিব তার বক্তব্যে সোনার দোকানের মালিকের উদ্দেশ্যে বলেন সততার সাথে ব্যবসা করবেন। যাতে সুনাম বজায় থাকে। তিনি বলেন আমরা আপনাদের জন্য এখানে এসেছি। আশা করি সততার সাথে ব্যবসা করবেন যাতে আমরা একসাথে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। সাকিবের আগমনের কথা জেনে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী সেখানে উপস্থিত হন। আর প্রবাসীদের উদ্দেশ্যে সাকিব বলেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সামনে দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে। আমরা যেন সে দুটি টুর্নামেন্টে ভালো খেলতে পারি। গত বছর দুবাইতে একটি স্বর্ণের দোকান উদ্বোধন করতে গিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন। আরাভ জুয়েলার্স নামে সে স্বর্ণের দোকান নিয়ে বেশ আলোচনা এবং সমালোচনা চলছিল।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ও ১ম বিভাগ কাবাডি লিগের ফলাফল
পরবর্তী নিবন্ধএশিয়া কাপে খেলা অনিশ্চিত ইবাদতের