সুখের অনুভূতি একটি বড়ো পাওয়া, পরম পাওয়া। যে অনুভব করতে শেখে বা পারে তাঁরই পরম পাওয়া। সুখ টাকা দিয়ে কেনা যায় না। যদিও কথাটি আমি পুরোপুরি মানতে নারাজ। তবুও বলবো এটা বেচাকেনার বিষয় নয়। টাকা দিয়ে ক্ষণিকের সুখ কেনা যায়। কিন্তু দীর্ঘস্থায়িত্ব দিতে গেলে তা অনুভবের বিষয়। কউ অল্প পেয়ে খুশি কেউ বেশি পেয়ে ও সুখি নয়। অল্পতেই যে সন্তুষ্টি লাভ করে তাঁর চাহিদা কম। চাহিদা কম তাই অভাববোধও কম। বেশি চাহিদা, বেশি অভাব, বেশি না পাওয়ার বেদনা। তাই সুখ খুঁজে তাঁরাই পাবে না।
ধরুন, জীবনে দু:খের কোনো স্থান নেই। সবসময় সুখ আর সুখ। সুখের মাত্রা বাড়তেই থাকবে। দুঃখ আসার সুযোগ নেই। এখন আমার প্রশ্ন হলো, দু:খ না থাকলে সুখের মূল্য বুঝবার উপায় কী? ধরেন আপনার আগুনে হাত পুড়ে ব্যথা ও জ্বালা করে। যখন উপশম হয় তখন সুখ ও শান্তি অনুভূত হয়। যদি সবসময়ই ভালোই থাকেন এবং সুখেই আছেন সব ক্ষেত্রে তাহলে এক্ষেত্রে অনুভূতির জন্ম নিবে কি?
আবার ধরেন, আমার সুখ আমার মা– বাবার কাছে, আমার সুখগুলো আমার পরিবারকে ঘিরে এবং ভ্রমণ, বই পড়া, কিংবা বন্ধুত্বের মাঝে আমি সুখ অনুভব করি। এখন জান্নাতে কি আমাকে সেই সব সম্পর্কীয় মানুষকেই দিবে? যাদের সংস্পর্শে আমি সুখী হই। এক্ষেত্রে তাঁরাও বা তাদের কাছে সুখের অনুভূতি অন্যরকম। যেমন আমার সন্তান, আমার পিতা মাতা, কিংবা আমার সব বন্ধুগণ। সুখ অনুভূতির বিষয়, কাঙ্খিত চাওয়া পাওয়ার বহিঃপ্রকাশ। ব্যক্তির আপন অনুভূতির মাঝেই সুখ। আপনার কিসেতে সুখ আর অপরজনের সুখের অনুভূতির মিলন ঘটেনা। অতটা হিসাব নিকাশ করেও সুখের অনুভূতির পরিমাপ সম্ভবপর নয়।
‘বড়ো যদি হতে চাও, ছোট হও তবে।’
তেমনি-‘ সুখি যদি হতে চাও দুঃখ লও তবে’।
সুখের জন্য সাধনা লাগে, পরিশ্রম লাগে, অনুভূতি লাগে। কেউ কিছুই আপনাতে লাভ করে না। আবার এটা পেতে গিয়ে, সাধনা পরিশ্রম করতে গিয়ে কক্ষচ্যুত হলেই অমঙ্গল। গোলটা বা লক্ষ্যটা স্থির রেখে পর্যাপ্ত ও কাঙ্ক্ষিত বিষয় নিয়ে লড়াই করতে হবে। ইতিবাচক থেকেই করতে হবে। নেতিবাচকতা আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। যেখানে পুনরায় ফিরে আসলে আপনি আর সুখের সন্ধান পাবেন বলে আশা করি না। লক্ষ্যটা হতে হবে ইতিবাচক এবং অল্প পথ। ঐ যে বেশি চাহিদা, বেশি অভাব। আমি সব পেতে চাই, সব হতে চাই। এতে আপনি শূন্য হাতেই ফিরবেন। আমি এটাই হবো, এতটুকু পেলেই চলবে, তবেই আপনি সফল হবেন। সুখের অনুভূতির বহিঃপ্রকাশ আপনার জীবন ভরিয়ে দিবে। সুখি হোন, সমৃদ্ধ হোন, সত্য হোন, সুন্দর ও আনন্দিত হোন।