সেলিম রহমান এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক

| মঙ্গলবার , ২২ আগস্ট, ২০২৩ at ৫:৫৮ পূর্বাহ্ণ

সেলিম রহমান আলআরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার পর্ষদের ৩৯০ তম সভায় তিনি নির্বাচিত হন।

সেলিম রহমান চট্টগ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা খলিলুর রহমান দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা। বর্তমানে সেলিম রহমান কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কেডিএস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, কেডিএস এঙেসরিজ, কেডিএস অ্যাপারেলস, কেডিএস লজিস্টিকস, কেডিএস আইডিআর, কেওয়াইসিআর কয়েল ইন্ডাস্ট্রিজ, স্টিল এঙেসরিজ এবং কেডিএস পলি ইন্ডাস্ট্রিজ। আলআরাফাহ্‌ ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে যোগদানের পূর্বে তিনি অপর একটি বেসরকারি ব্যাংকে দীর্ঘ ১৫ বছর পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাষ্ট্র থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভর্তি রোগীর সংখ্যায় ২০১৯ কেও ছাড়াল ২০২৩
পরবর্তী নিবন্ধসেনাপ্রধানের কক্সবাজার এরিয়া পরিদর্শন