সোয়া কোটি টাকার ৫টি পেডিয়াট্রিক ভেন্টিলেটর পেল চমেক হাসপাতাল

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২২ আগস্ট, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

আইসিইউ’র জন্য আরো ৫টি ভেন্টিলেটর পেল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল। শিশু আইসিইউতে ব্যবহৃত এই পেডিয়াট্রিক ভেন্টিলেটরের প্রতিটির দাম ২৫ লাখ টাকা। হিসেবে ৫টি পেডিয়াট্রিক ভেন্টিলেটরের দাম এক কোটি ২৫ লাখ টাকা। গত মাসে এসব ভেন্টিলেটর বুঝে পেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালকের দায়িত্বে থাকা চমেক হাসপাতালের উপপরিচালক ডা. অং সুই প্রু মারমা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঢাকার কেন্দ্রীয় ওষুধাগার (সিএমএসডি) থেকে এসব ভেন্টিলেটর বুঝে পাওয়ার পর ইতোমধ্যে তা হাসপাতালের সংশ্লিষ্ট ওয়ার্ডে সরবরাহ করা হয়েছে। ৫টির মধ্যে ৩টি ভেন্টিলেটর শিশু আইসিইউতে এবং বাকি দুটি স্ক্যানুতে (নবজাতক ওয়ার্ডে) দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে পুলিশ সদস্য ও দুই শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধকক্সবাজারে হোটেলে আওয়ামী লীগ নেতার হাত বাঁধা লাশ