জিসিসি পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি জাপানের

| সোমবার , ২১ আগস্ট, ২০২৩ at ১২:১৩ অপরাহ্ণ

জাপান সেপ্টেম্বরের শুরুতে সৌদি আরবে উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছে। রোববার (২০ আগস্ট) জাপানের বার্তা সংস্থা কিয়োডো এতথ্য জানিয়েছে।

কিয়োডো বলেছে, জাপানের লক্ষ্য মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। তেল উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব হ্রাস পাচ্ছে এবং চীনের প্রভাব বাড়ছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি ওই বৈঠকে যোগ দেবেন। এসময় তিনি মিশর ও জর্ডান সফরও করতে পারেন। খবর বাংলানিউজের।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। উপসাগরীয় সহযোগিতা সংস্থার দেশগুলো হলোসৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইন। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জুলাইয়ে মধ্যপ্রাচ্য সফর করেন। তখন জাপান এবং জিসিসির মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে পুনরায় আলোচনা শুরু করার ঘোষণা দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধমণিপুরে ফের সহিংসতা
পরবর্তী নিবন্ধচার অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা : রাশিয়া