সেমিফাইনালে কালারপোল একাডেমি

শেখ রাসেল একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২১ আগস্ট, ২০২৩ at ১২:১১ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং এনএইচটি হোল্ডিংস লিঃ এর আর্থিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত শেখ রাসেল অনূর্ধ্ব১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে কালারপোল ফুটবল একাডেমি। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কালারপোল ফুটবল একাডেমি টাইব্রেকারে ২১ গোলে প্রতিবেশী শিকলবাহা ফুটবল একাডেমিকে পরাজিত করে সেমেফিাইনালে খেলার যোগ্যতা অর্জণ করে। দুদলের মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময়ে ১১ গোলে ড্র ছিল। নিজেদের প্রথম ম্যাচে কালারপোল ফুটবল একাডেমি ১০ গোলে এ প্লাস ফুটবল একাডেমিকে পরাজিত করেছিল। এর ফলে ২ খেলায় ৫ পয়েন্ট পেয়ে ‘ঘ’ গ্রুপে শীর্ষ স্থান ধরে রেখে সেমিফাইনালে গেল দলটি।

খেলার প্রথমার্ধের ১৭ মিনিটে জিহাদুল ইসলামের দেওয়া গোলে এগিয়ে যায় কালারপোল ফুটবল একাডেমি। আর সে গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় শিকলবাহা ফুটবল একাডেমি। ৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা আনে শিকলবাহা ফুটবল একাডেমির তানজিলুর রহমান। এরপর আর কোন দলই গোল করতে পারেনি। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। আর সে টাইব্রেকারে কালারপোল ফুটবল একাডেমির কাজিমউদ্দিন সিফাত ও জিহাদুল ইসলাম গোল করতে সক্ষম হয়। অপরদিকে শিকলবাহা ফুটবল একাডেমির পক্ষে কেবল নয়ন দাস গোল করতে পারে। ফলে ২১ গোলে জয় নিয়ে সেমিফাইনালে পৌছে যায় কালারাপোল ফুটবল একাডেমি। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে বিজয়ী দলের গোল রক্ষক সানমান। তার হাতে পুরস্কার তুলে দেন সিডিএফএ নির্বাহী সদস্য কাজী জসীমউদ্দিন। এদিকে টুর্নামেন্টের গ্রুপ পর্বে কেন টাইব্রেকারের ব্যবস্থা সে প্রসঙ্গে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম বলেন দর্শকদের আনন্দ দিতেই এই ব্যবস্থা। যদিও তারা গত মৌসুমে কিশোর ফুটবল থেকে এই পদ্ধতি চালু করে এসেছে। কিন্তু গ্রুপ পর্বে কিশোরদের টাইব্রেকারের চাপ তুলে দেওয়া কতটা যৌক্তিক সেটা অবশ্য বলতে পারলেননা তিনি। দেশের স্বীকৃত কোন টুর্নামেন্টে এমন ব্যবস্থা না থাকলেও সিডিএফএ সভাপতি জানান ঢাকায় কোন একটি টুর্নামেন্টে তিনি এই পদ্ধতি দেখেছেন। আজ একটি খেলা অনুষ্ঠিত হবে। বিকেল ৪টা ৩০ মিনিটে এই ম্যাচে ডায়নামিক ফুটবল একাডেমি ও কুয়াইশ স্পায়ার ফুটবল একাডেমি পরষ্পরের মুখোমুখি হবে।

পূর্ববর্তী নিবন্ধমেসি জাদুতে প্রথম শিরোপা মায়ামির
পরবর্তী নিবন্ধব্যাট হাতে অনুশীলনে ফিরলেন তামিম ইকবাল