সবচাইতে বেশি শিরোপার মালিক এখন মেসি

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২১ আগস্ট, ২০২৩ at ১২:১০ অপরাহ্ণ

ব্রাজিলের দানি আলভেসকে টপকে ক্যারিয়ারে সবচাইতে বেশি শিরোপা জয়ের রেকর্ড গড়লেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। গতকাল ইন্টার মায়ামির হয়ে লিগস কাপ জিতে রেকর্ডটি একান্তই নিজের করে নিলেন তিনি। পেশাদার ফুটবল ক্যারিয়ারে তার চেয়ে বেশি শিরোপা জয়ের নজির নেই আর কোনো ফুটবলারের। ইন্টার মায়ামির হয়ে জেতা লিগস কাপটি মেসির ৪৪তম শিরোপা। এতোদিন ৪৩ টি শিরোপা নিয়ে দানি আলভেসের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি। এবার ছাড়িয়ে গেলেন আলভেসকে। লিগস কাপের ফাইনালে নাশভিলেকে টাইব্রেকারে ১০৯ ব্যবধানে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথম শিরোপার স্বাদ পায় মায়ামি। তবে মেসির জন্য ট্রফিটি নতুন হলেও, স্বাদটা সেই আগের মতোই।

মেসি যেসব শিরোপা জিতেছেন সে গুলো হচ্ছে ঃ আর্জেন্টিনার হয়ে ফিফা বিশ্বকাপ: (২০২২), কোপা আমেরিকা: (২০২১), লা ফিনালিসিমা: (২০২২), অলিম্পিক : (২০০৮) এবং যুব বিশ্বকাপ: (২০০৫)। বার্সেলোনার হয়ে লা লিগার ১০ টি শিরোপা যথাক্রমে (২০০৪০৫, ২০০৫০৬, ২০০৮০৯, ২০০৯১০, ২০১০১১, ২০১২১৩, ২০১৪১৫, ২০১৫১৬, ২০১৭১৮, ২০১৮১৯)। কোপা দেল রে এর ৭টি শিরোপা হচ্ছে (২০০৮০৯, ২০১১১২, ২০১৪১৫, ২০১৫১৬, ২০১৬১৭, ২০১৭১৮, ২০২০২১)। সুপারকোপার ৮টি শিরোপা (২০০৫০৬, ২০০৬০৭, ২০০৯১০, ২০১০১১, ২০১১১২, ২০১৩১৪, ২০১৬১৭, ২০১৮১৯)। চ্যাম্পিয়নস লিগের ৪টি শিরোপা যথক্রিমে (২০০৫০৬, ২০০৮০৯, ২০১০১১, ২০১৪১৫)। উয়েফা সুপার কাপের ৩টি শিরোপা (২০০৯১০, ২০১১১২, ২০১৫১৬)। ফিফা ক্লাব বিশ্বকাপের ৩ টি শিরোপা (২০০৯, ২০১১, ২০১৫) । পিএসজির হয়ে দুবার জিতেছেন লিগ ওয়ান মিরোপা। যথাক্রমে (২০২১২২, ২০২২২৩) সালে। ফ্রেঞ্চ সুপার কাপ (২০২১২২) মৌসুমে। আর সবশেষ গতকাল আমেরিকার ফুটবলের অভিষেকে ইন্টার মায়ামির হয়ে জিতেছেন লিগস কাপ।

পূর্ববর্তী নিবন্ধসিজেকেএস প্রিমিয়ার ও ১ম বিভাগ কাবাডি শুরু
পরবর্তী নিবন্ধকক্সবাজারে হোটেল থেকে আ.লীগ নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার