ভারত সরকার যেটা ভালো মনে করে সেটাই করেছে : মোমেন

কোনো দেশ কয়েদিকে বিদেশে পাঠায়? বললেন খালেদা প্রসঙ্গে

আজাদী ডেস্ক | সোমবার , ২১ আগস্ট, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত সরকার অত্যন্ত পরিপক্ব। তারা যেটা ভালো মনে করে সেটাই করেছে। আমাদের তাদের সম্পর্কে কোনো কিছু বলার নেই।

গতকাল সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদান নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন। খবর বাংলানিউজ ও বিডিনিউজের।

আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ ইস্যুতে ভারত ওয়াশিংটনকে বার্তা দিয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক কোনো ভাষ্য আছে কিনা জানতে চাওয়া হয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে। মোমেন বলেন, ভারত সরকার অত্যন্ত পরিপক্ব। তারা একটি অত্যন্ত শক্তিশালী গণতান্ত্রিক দেশ। তারা যেটা ভালো মনে করে সেটাই করেছে। আমাদের তাদের সম্পর্কে কোনো কিছু বলার নেই। তারা নিজেদের জন্য এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য যদি কিছু বলে থাকেন, অবশ্যই এটা অত্র এলাকার উপকারে আসবে।

কোনো দেশ কয়েদিকে বিদেশে পাঠায়? : হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে এক প্রশ্নে উল্টো সাংবাদিকের কাছেই পররাষ্ট্রমন্ত্রী জানতে চেয়েছেন, কোনো দেশ তার কয়েদিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠায় কিনা?

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি জানি না, কোনো দেশ ওই দেশের কয়েদিকে বিদেশে পাঠায় কিনা, চিকিৎসার জন্য। আপনি জানেন? কোনো দেশ পাঠায়?

৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা ৮ আগস্ট থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে তিনি মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দুর্নীতি মামলায় দণ্ড নিয়ে কারাগারে যাওয়া খালেদা জিয়া ২০২০ সালে নির্বাহী আদেশে মুক্তি পেয়ে বর্তমানে গুলশানে তার বাসায় থাকছেন।

খালেদাকে দেশে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, আমরা এখানে, দেশে সর্বোচ্চ চিকিৎসা তাকে দেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমশা নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের সাথে জনসচেতনতাও গুরুত্বপূর্ণ
পরবর্তী নিবন্ধডিবির কথা ডাঁহা মিথ্যাই শুধু নয়, উদ্দেশ্যমূলকও : ফখরুল