চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরো তিন রোগীর মৃত্যু হয়েছে। তিনজনই নারী। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, মারা যাওয়া তিনজনের একজন মীরসরাইয়ের জোরারগঞ্জ এলাকার বাসিন্দা নাসরিন আক্তার (৩৭)। শনিবার নগরীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ওইদিনই সেখানে তার মৃত্যু হয়। আরেকজন নগরীর সদরঘাট এলাকার রাজ লক্ষী শর্মা (৫৯)। ১৮ আগস্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। শনিবার দুপুরে তার মৃত্যু হয়। অন্যজন ২৪ বছর বয়সী রোমানা আক্তার। তিনিও নগরের সদরঘাট এলাকার বাসিন্দা। ১৭ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই রোমানার মৃত্যু হয়। তিন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্তদের মাঝে ৪৪ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এর মাঝে আগস্টের ১৯ দিনে মারা গেছে ১৯ জন। হিসেবে চলতি আগস্টে দিনে গড়ে একজনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। আগস্টের ১৯ দিনে মৃত্যুর এ সংখ্যা জুলাই মাসের তুলনায় বেশি। জুলাইয়ের ৩১ দিনে মৃত্যু হয়েছিল ১৬ জনের। মৃত্যুর পাশাপাশি চলতি মাসে আক্রান্তের সংখ্যাও বেড়েছে। আগস্টের ১৯ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৩৫ জন। হিসেবে গড়ে দিনে প্রায় একশজন আক্রান্ত চলতি মাসে। যদিও জুলাই মাসে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩১১ জন। আগস্টের শেষে জুলাইয়ের আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা স্বাস্থ্য বিভাগের।
এদিকে, বছর শেষ না হতেই ডেঙ্গুতে চলতি মৌসুমে মৃত্যুর সংখ্যা গত বছরের মোট সংখ্যাকে ছাড়িয়ে গেছে। গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয় ৪১ জনের। অথচ বছর শেষ না হতেই এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে এবার, যা গত এক বছরের মৃত্যুর সংখ্যার তুলনায় বেশি। ২০২১ সালে ৫ জনের মৃত্যুর তথ্য জানায় সিভিল সার্জন কার্যালয়। চলতি মৌসুমে ডেঙ্গুতে এখন পর্যন্ত বেশি মৃত্যু হয়েছে নারীদের। মোট ৪৪ মৃত্যুর মাঝে নারী মারা গেছেন ১৭ জন। শিশু মৃত্যুর সংখ্যা ১৬। আর পুরুষ মারা গেছেন ১১ জন। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ১০৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬১১ জনে। গতকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ২৪৯ জন রোগী চিকিৎসাধীন বলেও জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এর মাঝে চমেক হাসপাতালে ভর্তি রয়েছে ৯৯ জন।