চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, বিএনপি ও জামায়াতে ইতিহাস ও কুকৃতি কারো অজানা নয় এবং তাদের জন্ম ক্যান্টনমেন্টে। এই দলটির প্রতিষ্ঠাতা রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করে ক্ষমতাসীন হয়ে এদেশে সামরিক স্বৈরাশাসনের ভিত্তি নির্মাণ করেন। তখন থেকে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। এই যুগল অপশক্তি নির্মূল না হওয়া পর্যন্ত বাংলাদেশের শান্তি সমৃদ্ধি ও নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে।
তিনি গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনোপলক্ষে ইপিজেড থানা আওয়ামী লীগের উদ্যোগে ইপিজেড চত্বরে অনুষ্ঠিত আলোচনা থানায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ–সভাপতি নঈম উদ্দীন চৌধুরী বলেছেন, আজ পরিকল্পিতভাবে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চলছে যাতে বাংলাদেশ নামক সম্ভাবনাময় দেশটি ধ্বংস হয়ে যেতে পারে। এজন্য দেশীয় চক্রান্তকারী মহল একাত্তরের পরাজিত শক্তিদের সাথে নিয়ে এবং তাদের আন্তর্জাতিক মুরুব্বীদের সংমিশ্রণে একটি নেটওয়ার্ক তৈরি করেছে। ইপিজেড থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান নাসির উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আফজলের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোঃ হোসেন, নির্বাহী সদস্য রোটারিয়ান মোঃ ইলিয়াছ।
আরও বক্তব্য রাখেন ইপিজেড থানা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক হারুন উর রশীদ, বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মোঃ ইলিয়াছ, হালিশহর থানা আওয়ামী লীগের রেজাউল করিম কায়সার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মো. আসলাম, সাধারণ সম্পাদক জিয়াউল হক সুমন, হাজী মো. হাসান, শাহাদাত হাসান, ইউনিট আওয়ামী লীগের জাবের হোসেন, মো. হারুন, মো. আনোয়ার প্রমুখ।











