সাতকানিয়া–লোহাগাড়াসহ সমগ্র চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য দাতব্য সংস্থা জলিল–জাহান ফাউন্ডেশন ‘কুরআনের ধ্বনি’ শিরোনামে একটি হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন সম্পন্ন করেছে। গত ৮ মে থেকে প্রতিযোগিতার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে ১৭ ও ১৮ জুলাই সাতকানিয়া উপজেলার কেরানীহাটস্থ সী–ওয়ার্ল্ড রিসোর্টে দু’দিনব্যাপী বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
সম্পূর্ণ বাছাই পর্বটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বনামধন্য হাফেজ, ক্বারী ও উলামায়ে কেরামগণের তত্ত্বাবধানে সম্পন্ন হয়। প্রথম ১৫ পারা তথা ‘মাক্কি গ্রুপ’ ও সম্পূর্ণ ৩০ পারা তথা ‘মাদানি গ্রুপ’ নামে দুটি বিভাগে বিভক্ত বাছাই পর্বে অংশগ্রহণকারী ৮০০ প্রতিযোগী থেকে শীর্ষ ১২ জন করে মোট ২৪ জনকে নিয়ে প্রতিযোগিতার মূল পর্বগুলো ঢাকায় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি প্রত্যেক প্রতিযোগী মা–বাবা ও ভাইবোনদের সাথে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি, পদ্মাসেতু, জাতীয় চিড়িয়াখানা, হাতিরঝিল ও মেট্রোরেল ভ্রমণের সুযোগ লাভ করেন। গত ২৮ জুলাই জলিল–জাহান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী এই ক্ষুদে হাফেজদের নিয়ে টুঙ্গিপাড়াস্থ সমাধীস্থলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের মাগফিরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল আয়োজন করেন। প্রতিযোগিতার মূল পর্বগুলো গত ৬ আগস্ট থেকে ১৮ আগস্ট, প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা থেকে এটিএন–বাংলায় সমপ্রচারিত হয়েছে।
জলিল–জাহান ফাউন্ডেশন হিফজুল কুরআন প্রতিযোগিতার চট্টগ্রাম পর্বে প্রধান অতিথি ছিলেন আল–জামেয়া আল–ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক ও ইসলামি ব্যাংক বাংলাদেশ লিঃ এর শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান হযরত আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ। ১৮ আগস্ট অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালে পর্বে অতিথি ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র ইমাম আল্লামা মুহিব্বুল্লাহ হিল বাকী, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ, মাওলানা ক্বারী হামিদুল্লাহ, হাফেজ মাওলানা নাজির মাহমুদ, ভাষ্যকার, উপস্থাপক ক্বারী এ কে এম ফিরোজ। উপস্থিত থেকে বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরস্কার ও নগদ অর্থ তুলে দেন কবি ও প্রাবন্ধিক, জলিল–জাহান ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী। সমগ্র আয়োজনটি সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রশাসন, সংবাদমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার প্রতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।