সুন্দর সমাজ গড়তে হলে আইনজীবীদের চালকের ভূমিকা গ্রহণ করতে হবে

সাউদার্ন ইউনিভার্সিটি ল’এলমনাই এসোর সংবর্ধনায় বিচারপতি বোরহান উদ্দিন

| রবিবার , ২০ আগস্ট, ২০২৩ at ১১:১১ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের আইন অনুষদের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন সাউদার্ন ইউনিভার্সিটি ল’এ্যালমনাই এসোসিয়েসনের প্রথম কার্যকরী পরিষদের উদ্যাগে সংবর্ধনা অনুষ্ঠান গতকাল শনিবার নগরীর বহদ্দারহাটের আরবি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।

প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে গড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। সংগঠনে সভাপতি ও এপিপি এডভোকেট রাশেদুল আলম রাশেদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট মাহমুদউলআলম মারুফের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদ ভূইয়াঁ, সাউদার্ন ইউভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হক, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট এএসএম বদরুল আনোয়ার, সাউদার্ন ইউনির্ভাসিটির আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর মহিউদ্দিন খালেদ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এএসএম বজলুর রশিদ মিন্টু প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বিচারপতি বোরহান উদ্দিন বলেন, যারা বড় বড় আইনজীবী হয়েছেন, তারা কঠোর পরিশ্রম করেছেন। তিনি বলেন, আমারা রুল অব ল চাই যার অর্থ হচ্ছে আইন দ্বারা পরিচালিত সমাজ। আইনের সুন্দর সমাজ গড়তে হলে আইনজীবীদের চালকের ভূমিকা গ্রহণ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবক্সিরহাট ওয়ার্ডে চাল বিতরণ
পরবর্তী নিবন্ধইডেন নূর ইন্সটিটিউট অব টেকনোলজির মতবিনিময় সভা