দীর্ঘ ১২ দিন পরে বান্দরবানের থানচিতে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসে বান্দরবানে পাঁচ দিন টানা ভারী বৃষ্টিপাত হয়। বৃষ্টির কারণে বান্দরবান–থানচি সড়কের বিভিন্ন জায়গায় পাহাড় ধসে বিভিন্ন পয়েন্টে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে, আর এর ফলে থানচির সঙ্গে জেলা শহরের সড়ক ব্যবস্থা ভেঙে পড়ে। একই সঙ্গে থানচি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। থানচি বাজার পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক থানচি উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো জানান, দীর্ঘদিন পরে শনিবার সন্ধ্যা ৬টার দিকে থানচিবাসী বিদ্যুৎ পেয়েছে। টানা পাঁচ দিন বিদ্যুৎ না থাকায় সাধারণ জনগণ অনেক কষ্ট ভোগ করেছে। খবর বাংলানিউজের।
বিদ্যুৎ বিতরণ বিভাগ বান্দরবানের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন মাসুম জানান, বন্যা ও পাহাড় ধসে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে থানচি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিদ্যুৎ বিভাগের কর্মীরা রাতদিন পরিশ্রমের ফলে ১২দিন পর আজ শনিবার থানচিতে বিদ্যুৎ সংযোগ সচল হয়েছে। আগামী কয়েকদিনের মধ্য রুমা উপজেলায়ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নির্বাহী প্রকৌশলী। তিনি আরও জানান, এবারের বন্যা আর অতিবৃষ্টিতে বান্দরবানে বিদ্যুৎখাতে প্রায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।












