চট্টগ্রামে জলাবদ্ধতার সমস্যা ও উত্তরণ নিয়ে নাগরিক সংলাপ

গণসংহতি আন্দোলন মহানগরের উদ্যোগ

| রবিবার , ২০ আগস্ট, ২০২৩ at ১০:৪৬ পূর্বাহ্ণ

গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ‘চট্টগ্রামে জলাবদ্ধতার সমস্যা ও উত্তরণের পথ’ শীর্ষক নাগরিক সংলাপ গত শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন মহানগরের আহ্বায়ক ডা. অপূর্ব নাথ।

মহানগরের সদস্য সচিব মিজানুর রহিম চৌধুরী বাবুর সঞ্চালনায় এতে ‘চট্টগ্রামে জলাবদ্ধতার সমস্যা ও উত্তরণের পথ’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য হাসান মারূফ রুমী। বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার সুভাস চন্দ্র বড়ুয়া, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের সভাপতি ডা. মাহফুজুর রহমান, হালদা নদী রিসার্চ ল্যাবরেটরির অধ্যাপক ও সমন্বয়কারী ড. মুহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া, করদাতা সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর মুহাম্মদ আমির উদ্দিন, কর্ণফুলী সুরক্ষা পরিষদের সভাপতি কামাল পারভেজ, নদী ও খাল রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক আলীউর রহমান রুসাই, . আবুল হাসান, সাংবাদিক শামসুদ্দিন ইলিয়াস ও সুজিত সাহা, তানিয়া মাহমুদা তিন্নি, রিতু পারভী, প্রীতম দাস প্রমুখ। বিভিন্ন এলাকার জলাবদ্ধতার সমস্যা নিয়ে বক্তব্য রাখেন শহিদ শিমুল, এড. ফাহিম শরীফ খান, নাসির জোশি, হাসান মুরাদ শাহ, মোরশেদ আলম, নুরুন্নেছা মুন্নি, সৌমেন দাশ ও শেখ মঈনুল আজাদ। সংলাপে নিয়মিত খাল ও নালা পরিষ্কার, আগ্রাবাদ কালভার্ট সক্রিয় করা, দখল হওয়া খালগুলো উদ্ধার ও খনন করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা, পরিবেশসম্মত উপায়ে বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা, পাহাড় সংরক্ষণ করাসহ বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্যায় সাড়ে ৪ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত : শত কোটি টাকার ক্ষতি
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল