ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকার ২৫টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। ইসকপ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিষদের সিনিয়র সহ–সভাপতি অ্যাডভোকেট শামসুদ্দীন আহমদ মির্জা। বিশেষ অতিথি ছিলেন পরিষদের সহ সভাপতি আবুল হোসাইন, সহ সাধারণ সম্পাদক শফিউল আলম ছুবহানী, নাজিম উদ্দীন, আ ন ম আব্দুশ শাকুর, অধ্যাপক মোহাম্মদ সাইফুল্লাহ, মোহাম্মদ হামিদ হোসাইন আজাদ, মুহাম্মদ সিরাজুল ইসলাম খান, মোহাম্মদ হোসাইন প্রমুখ। বক্তারা বলেন, ইসলাম সমাজ কল্যাণ পরিষদ সমাজের দুঃস্থ অসহায় নারী পুরুষকে স্বাবলম্বী করার লক্ষ্যে প্রতি বছর সেলাই মেশিন বিতরণ করে থাকে। নেতৃবৃন্দ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সেবামূলক কাজে সার্বিক সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।