মুরাদপুর হাটহাজারী সংযোগ সড়কগুলোর সংস্কার চাই

| রবিবার , ২০ আগস্ট, ২০২৩ at ১০:২৯ পূর্বাহ্ণ

সমগ্র উত্তর চট্টগ্রামের সিংহভাগ জনসাধারণ ও যানবাহনের চট্টগ্রাম নগরের মাধ্যমে সারাদেশের যোগাযোগের প্রধান অবলম্বন হচ্ছে হাটহাজারী রোডের মুরাদপুর সংযোগ কালভার্ট খানা। হাটহাজারী রোড হয়ে এসে মুরাদপুর বিশ্বরোডে উঠার মাধ্যমে শহরের জায়গায় দক্ষিণ চট্টগ্রামে ও সারাদেশে যাতায়াতের সুবিধা ভোগ করছে সারাদেশের মানুষ। বছর খানেক হল এই কালভার্টের সংস্কারের জন্য এটি সম্পূর্ণরূপে ভেঙে নতুনভাবে সংস্কারের জন্য বন্ধ করে দেয়া হয়। সংস্কারের কারণে কষ্ট স্বীকার করে হলেও জনসাধারণ অনেকদিন যাবৎ তা মেনে নিচ্ছে। পরিতাপের বিষয় যে, যে সংস্থা সমূহ এই কাজে সংশ্লিষ্ট রয়েছেন তাদের অবশ্যই চসিক এর সাথে সম্বনয়ের মাধ্যমে আশেপাশের যান চলাচলের বিকল্প রাস্তা সমূহ রয়েছে সেই রাস্তা সমূহ জন চলাচলের উপযোগী কি না তদন্ত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল। বাস্তবে তার করতে পারে না। যেহেতু মোহাম্মদপুর রোডের যেমনি বড় বড় গর্তের সৃষ্টি, তেমনি ১০মিনিটের বৃষ্টিতে হাটু পানিতে সয়লাব হয়ে যাওয়ার কারণে এই রাস্তা যান চলাচলের দূর্ভোগের শেষ সীমানায়। অনেকে যানবাহন নিয়ে বিবিরহাট হয়ে জামেয়া আহমদীয়া সুন্নিয়া মাদ্রাসার রোড এসে বহাদ্দারহাট হয়ে বিশ্বরোড হয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেও ভোগান্তি হতে নিস্কৃতি মিলছে না। যেহেতু এই রাস্তাটির অবস্থা আরো গুরুতর। পার্শ্ববর্তী মুরাদপুর ১নং রেলগেট হতে পূর্বে খতিবের হাট পর্যন্ত মুরাদপুর বিশ্বরোড মাজার প্রাঙ্গন হতে জামেয়া মাদ্রাসা পর্যন্ত, বহদ্দারহাট জামে মসজিদের সামনে দিয়ে রাস্তাটির খতিবের হাট হয়ে জামেয়া পর্যন্ত রাস্তা সমূহের আশু সংস্কার যদি করা না হয় লক্ষ লক্ষ মানুষ চরম দুর্ভোগের সম্মুখীন হবে।

অতএব আমরা হাটহাজারী মুরাদপুর সংযোগ কালভার্ট এর অতি দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের এবং চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষের আশু দৃষ্টি আকর্ষনণ করছি। সাথে সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের সমীপে আমাদের আকুল আবেদন জরুরি ভিত্তিতে রাস্তা সমূহের সংস্কারের নির্দেশ দান করতঃ লক্ষ লক্ষ জনসাধারণের সীমাহীন দুর্ভোগ হতে পরিত্রাণের ব্যবস্থা করবেন।

মাহবুবুল আলম

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধবীর শ্রেষ্ঠ মতিউর রহমান: অসম সাহসী বীর মুক্তিযোদ্ধা
পরবর্তী নিবন্ধআব্বুর জন্য প্রার্থনা