প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের শরিক সাম্যবাদী দল আগামী সংসদ নির্বাচনে অন্তত একটি সংসদীয় আসন চায়। আর আমাদের দাবি সেটি এই চট্টগ্রাম–১ (মীরসরাই)। তবে নেত্রী যে নির্দেশ দেবেন তা মেনে নিবেন বলে দাবি করেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।
গতকাল শনিবার সকালে মীরসরাই উপজেলার হাইদকান্দি ইউনিয়নের দমদম গ্রামে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় দিলীপ বড়ুয়া তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন দেখে আমেরিকার হিংসা হচ্ছে। ওরা চায় না আমাদের মতো দেশ এতো দ্রুত এগিয়ে যাক। অন্যদিকে বিএনপি–জামায়াত ক্ষমতায় এলে দেশ আমেরিকার খেলার পুতুলে পরিণত হবে দাবি করে তিনি বলেন, আমেরিকা ইরাক, লিবিয়া, আফগানিস্তানকে শেষ করে দিয়েছে। এখন ইউক্রেনকে শেষ করে দেয়ার পাঁয়তারা করছে। আমেরিকার এই চক্রান্তকে সফল হতে দেয়া যাবে না। যে কোনও মূল্যে আমরা ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে এই সরকারের ধারাবাহিকতা রক্ষা করবো। সাম্যবাদী দলের সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা শাখার আহ্বায়ক ছালেহ আহম্মদ মাস্টার, দিলীপ বড়ুয়ার সহধর্মিনী অধ্যাপিকা তৃপ্তি রাণী বড়ুয়া, ব্যাংকার বিজয় বড়ুয়া, সাঈদুল ইসলাম, পল্লী বিদ্যুতের পরিচালক দেলোয়ার হোসেন, এডভোকেট দীর্ঘতম বড়ুয়া, স্থানীয় ইউপি সদস্য রনজিত বড়ুয়া, জামশেদ আলম, শাহাব উদ্দিন, বেলাল উদ্দিন প্রমুখ। এসময় তিনি দাবি করেন, তিনি শিল্পমন্ত্রী থাকাকালীন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, মীরসরাই বিসিক শিল্পনগরী, নিজামপুর কলেজকে জাতীয় করণসহ বিভিন্ন উন্নয়ন কাজ করেছেন। তার সময়ে দেশের কোনও শিল্প কারখানা বন্ধ হয়নি বলেও জানান তিনি।