টেকনাফে সর্দারসহ ৬ ডাকাত গ্রেফতার

র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

টেকনাফ প্রতিনিধি | শনিবার , ১৯ আগস্ট, ২০২৩ at ৮:২২ অপরাহ্ণ

কক্সবাজারেরে টেকনাফের দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা ও ডাকাত দলের আস্তানায় অভিযান চালিয়েছে র‌্যাব-১৫। এ সময় ফয়সাল বাহিনীর প্রধানসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

তারা হচ্ছে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী গুরা মিয়ার ছেলে ফয়সাল উদ্দিন (৪০), দক্ষিণ আলীখালী গ্রামের জানে আলমের ছেলে মো. কবির আহাম্মদ (৪৩), উলুছামারি কুনারপাড়ার জাহিদ হোসেনের মো. মিজানুর রহমান (২৬), হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়াপাড়ার নজির আহম্মদের ছেলে মো. বদি আলম বদাইয়া (৩৫), বাছা মিয়ার ছেলে মো. সৈয়দ হোসেন (৩২) ও পূর্ব সাতঘরিয়াপাড়ার মৃত বনি আমিনের ছেলে মো. দেলোয়ার হোসন (৩৫)।

এ সময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (১৯ আগস্ট) বিকেলে র‌্যাব-১৫ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক।

এ সময় ডাকাত দলের তৈরিকৃত অস্ত্রের কারখানা হতে ২টি একনলা বড় বন্দুক, ৪টি এলজি, ১টি অর্ধনির্মিত এলজি, ৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, ১০ রাউন্ড রাইফেলের তাজা কার্তুজ, ১টি ড্রিল মেশিন, ১টি আগুন জ্বালানো মেশিন, ২টি লেদ মেশিন, ২টি বাটাল, ১টি শান দেয়ার রেত, ২টি লোহার পাইপ, ২টি প্লাস, ১টি কুপি বাতি এবং ৩টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার সন্ধ্যায় হ্নীলার রঙ্গিখালীর গহীন পাহাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান র‌্যাব-১৫ এর ভারপ্রাপ্ত অধিনায়ক।

পূর্ববর্তী নিবন্ধএক সপ্তাহে চালু হবে বান্দরবানের রুমা-থানচি সড়ক
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা