নগরীর চাক্তাই লোকনাথ ধামের উদ্যোগে লোকনাথ ব্রহ্মচারীর ২৯৩তম আবির্ভাব উৎসব ও ধামের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সমন্বয় সভা ও প্রচারপত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠান গত ১৭ আগস্ট অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লোকনাথ ধামের সভাপতি সমাজসেবক অজয় কৃষ্ণ দাশ মজুমদার। স্বাগত বক্তব্য দেন ধামের যুগ্ম সাধারণ সম্পাদক মান্না বিশ্বাস। কাঞ্চন তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মিলন কান্তি দাশ, বাবুল সেন, স্বপন কুমার সাহা, দোলন মহাজন, সপু কুমার দাশ, কাঞ্চন দত্ত, বিশ্বজিত বিশ্বাস, অজয় দত্ত, কৃপা সিন্ধু নাথ, কিশোর সেন, লিটন আইচ, সুজিত সেন, বিশ্বজিত মল্লিক, সমীর দাশ, রূপম সেন, অলক চক্রবর্ত্তী, সজল মজুমদার, রাজন মুহুরী, রবি বিশ্বাস, রঞ্জিত দাশ, মিলন দাশ প্রমুখ। এছাড়াও সভায় ধামের পরিচালনা পরিষদ ও উৎসব উদ্যাপন পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।











