শেখ রাসেল একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট জাহিদের হ্যাটট্রিকে বড় জয় ফরিদ একাডেমির

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৯ আগস্ট, ২০২৩ at ৮:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং এনএইচটি হোল্ডিংস লিঃ এর আর্থিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত শেখ রাসেল অনূর্ধ্ব১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে বিশাল জয় দিয়ে শুরু করেছে ফরিদ ফুটবল একাডেমি। টুর্নামেন্টে প্রথম হ্যাটট্রিক করার গৌরব অর্জন করে ফরিদ একাডেমির জাহিদুর রহমান। তার হ্যাটট্রিকসহ চার গোলের সুবাদে ৫০ গোলের বিশাল ব্যবধানে চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমিকে পরাজিত করে ফরিদ ফুটবল একাডেমি। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রথমার্ধে ১০ গোলে এগিয়ে ছিল ফরিদ ফুটবল একাডেমি। ১৫ মিনিটে শিহাবুল ইসলাম গোল করে দলকে এগিয়ে দেয়। খেলার ৩৪ মিনিটে জাহিদুর রহমান দলের দ্বিতীয় এবং নিজের প্রথম গোল করে। এরপর ৫০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে জাহিদুর রহমান। ৫৫ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করে এই কিশোর। ৬০ মিনিটে নিজের চতুর্থ এবং দলের পক্ষে পঞ্চম গোলটি করে জাহিদুর রহমান। বলা যায় ফরিদ ফুটবল একাডেমি এক তরফা খেলেছে। প্রতিপক্ষ দল কেবলই তাদের আক্রমন সামলাতে ব্যস্ত থেকেছে। ফলে ৫০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ফরিদ ফুটবল একাডেমি। নিজেদের প্রথম ম্যাচে আনোয়ারা ফুটবল একাডেমির কাছে ২০ গোলে হেরেছিল ফরিদ ফুটবল একাডেমি।

দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল দলটি। বিজয়ী দলের জাহিদুর রহমান ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইযাসির আরাফাত চৌধুরী। আজকের ম্যাচে একরাম ফুটবল একাডেমি এবং আবদুস সোবহান ফুটবল দল পরস্পরের মোকাবেলা করবে।

পূর্ববর্তী নিবন্ধএবার বিসিবির চুক্তি থেকেও বাদ পড়ছেন মাহমুদউল্লাহ রিয়াদ
পরবর্তী নিবন্ধকৃষ্ণ সাগরে জাহাজে হামলার ঘটনায় রাশিয়াকে ‘সতর্ক’ করেছে আঙ্কারা