সত্যের প্রতি অনড় অবিচল থাকাই কারবালার শিক্ষা

ভাটিয়ারীতে মাহফিলে লায়ন মোহাম্মদ ইমরান

| শনিবার , ১৯ আগস্ট, ২০২৩ at ৮:৩২ পূর্বাহ্ণ

সত্যের প্রতি অনড় অবিচল থাকাই কারবালার শিক্ষা। এ শিক্ষাকে কাজে লাগিয়ে কোনপ্রকার অন্যায়অনাচারের প্রতি মাথা নত না করে অপরাধমুক্ত সুশিক্ষিত সমাজ গড়ার প্রত্যয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রাজনীতিবিদ শিক্ষানুরাগী ও সমাজসেবক লায়ন মোহাম্মদ ইমরান। সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারি ৪নং ওয়ার্ড কলেজপাড়াস্থ এলাকাবাসী ও গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হযরত হোসেন শাহ (রহ.) বার্ষিক ওরশ শরীফ ও শোহাদায়ে কারবালার স্মরণে এ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলের প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদানকালে লায়ন মোহাম্মদ ইমরান এ আহ্বান জানান।

হযরত হোসেন শাহ (রহ.) জামে মসজিদ শাখা গাউসিয়া কমিটির সভাপতি ও মোতোয়াল্লী মুহাম্মদ লোকমান সওদাগরের সভাপতিত্বে ১৬ আগস্ট অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচক ছিলেন কাটিরহাট মফিদুল ইসলাম ফাজিল (ডিগ্রি) মাদরাসার আরবি প্রভাষক আল্লামা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী এবং বিশেষ আলোচক হিসাবে ওয়াজ নসিহত করেন হযরত হোসেন শাহ (রহ.) জামে মাজিদের খতিব হযরত আল্লামা মুফতি সৈয়দ আহমদ রেজা আল কাদেরি, পেশ ইমাম মাওলানা সাবের আহমদ এবং হযরত উম্মে আলী ফকির (রহ.) জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আবুল কাশেমসহ ওলামা মাশায়েখগণ। প্রধান অতিথি লায়ন মোহাম্মদ ইমরান সহ অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ সফি, সাধারণ সম্পাদক মোতোয়াল্লী মোহাম্মদ লোকমান সওদাগর, বদিউল আলম, শাওন, রাসেল, ফারুক ও মোহাম্মদ শাহরুখসহ মসজিদ কমিটির সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধুমপাড়া এলাকায় পাঁচ জুয়াড়ি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে