ওয়ার্ড ও মহল্লা ভলান্টিয়ারদের মাঝে কিট বক্স বিতরণ

শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগ

| শনিবার , ১৯ আগস্ট, ২০২৩ at ৮:২৯ পূর্বাহ্ণ

চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্পের সহযোগিতায় এবং শহর সমাজসেবা কার্যালয়২ চট্টগ্রামের আয়োজনে ওয়ার্ড ও মহল্লা ভলান্টিয়ারদের মাঝে কিট বক্স বিতরণ করা হয়েছে। সম্প্রতি নগরীর হালিশহর হাউজিং এস্টেটের কেব্লকস্থ শহর সমাজসেবা কার্যালয়২ চট্টগ্রামে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নগরীর ৩০নং পূর্ব মাদারবাড়ী, ৩৭নং উত্তর মধ্যম হালিশহর (মুনির নগর) ও ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড হতে নির্বাচিত ১৫ জন ভলান্টিয়াদের মাঝে কিট বঙ বিতরণ করা হয়। ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউনিসেফ বাংলাদেশের আর্থিক ও কারিগরী সহায়তায় পরিচালিত চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্পটি বাস্তবায়ন করছে সমাজসেবা অধিদপ্তর। এ সময় ফিল্ড সুপারভাইজার মো. নুরুল ইসলাম, মোছা: ফাহমিদা আক্তার চৌধুরী, সুজিত কুমার নাথ, রুবি আকতার, নিজ্জ্বল দে ও রুপনা মজুমদার উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় পমা পরিবেশ-চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধজমিয়াতুল মোদাররেসীন রাঙ্গুনিয়া শাখার অভিষেক