চলন্ত বাসে কলেজ শিক্ষার্থীর মোবাইল ছিনতাই

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৯ আগস্ট, ২০২৩ at ৬:৫৬ পূর্বাহ্ণ

নগরে চলন্ত বাসে অভিনব কায়দায় এক কলেজ শিক্ষার্থীর মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। গতকাল বিকেলে ১০ নম্বর বাসে আরাকান সড়কের মোহাম্মদপুর অংশে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার সরকারি সিটি কলেজের ছাত্র আব্দুল্লাহ সাঈদ বিন মাসুদ জানান, বহদ্দারহাট থেকে টাইগারপাস যাচ্ছিলেন তিনি। এসময় মুরাদপুর ক্রস করার সময় ১০১২ জনের একটি দল বাসে উঠে দাঁড়িয়ে থাকে। তারা বাসে ভিড় সৃষ্টি করে।

তিনি বলেন, আমার একটি কল আসলে আমি কথা শেষ করে ফোন হাতে নিই। এরমধ্যে হুট করে ১০১২ জনের ওই গ্রুপ থেকে কেউ একজন আমার ফোনটি নিয়ে নেয়। তাদের কাছে ফোনের ব্যাপারে জানতে চাইলে তারা একেকজন একেক কথা বলে আমাকে বিভ্রান্ত করে। এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফের দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে রোপা আমনের চারা রোপণ প্রায় শেষ