টেকনাফের নাফ নদীতে আড়াই কেজির জোড়া ইলিশ, দাম ১২ হাজার টাকা

| শুক্রবার , ১৮ আগস্ট, ২০২৩ at ১:৪৪ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে এক জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ৪০০ গ্রাম ওজনের ২টি ইলিশ মাছ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নাফ নদীতে জাল ফেলার পর রাত ৯টার দিকে মাছ দুটি ধরা পড়ে। জেলের কাছ থেকে ছয় হাজার টাকায় মাছ দুটি কিনে নেন টেকনাফ পৌরসভার বাসস্টেশন এলাকার মাছ ব্যবসায়ী মোজাহার আলম। আজ শুক্রবার সকালে তিনি উপরের বাজারে জোড়া ইলিশের দাম হাঁকেন ১২ হাজার টাকা।

স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, জীবিকার তাগিদে গতকাল সন্ধ্যায় ছোট একটি নৌকা নিয়ে তাঁদের একজন জেলে প্যারাবনসংলগ্ন নাফ নদীতে জাল ফেলেন। রাত ৯টার পর জাল তুলে দেখেন প্রায় আড়াই কেজি ওজনের বড় দুটি ইলিশ ধরা পড়েছে। দেরি না করে ভেজা কাপড়েই ওই জেলে চলে আসেন টেকনাফ পৌরসভার বাসস্টেশন মাছ বাজারে। সেখানে মোজাহার আলম মাছ দুটি কিনে নেন।

মোজাহার আলম বলেন, প্রতি কেজি আড়াই হাজার টাকা দরে তিনি দুটি মাছের দাম হাঁকাচ্ছেন ১২ হাজার টাকা। গতকাল রাত বেশি হওয়ায় ক্রেতা কমে গিয়েছিল। তাই মাছ দুটি ভালোভাবে বরফ দিয়ে রাখা হয়। আজ সকালে বিক্রির জন্য বাজারে আনা হয়েছে।

ব্যবসায়ীরা জানান, বাজারে এখন দেড় থেকে দুই কেজি ওজনের ইলিশ দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে। তবে আড়াই কেজির ইলিশ খুব কমই ধরা পড়ে। বড় আকৃতির ইলিশ দুটি দেখতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। এমন বড় ইলিশ তো আর প্রতিদিন দেখতে পাওয়া যায় না। তাই বিক্রেতা দাম বাড়িয়ে দিয়েছেন বলে জানান আরেক মাছ ব্যবসায়ী কালা মিয়া।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে শোক দিবস পালন
পরবর্তী নিবন্ধমায়ের মেজবান না করে অর্থোপেডিক পুনর্বাসন সেবাকেন্দ্র প্রতিষ্ঠা করেছেন সালাম : তথ্যমন্ত্রী