এশিয়ান গেমসে সাবিনাদের কোচ টিটু

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৮ আগস্ট, ২০২৩ at ৯:৫৪ পূর্বাহ্ণ

এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ সাইফুল বারী টিটু। তার রেজিস্ট্রেশন নিয়ে জটিলতা ছিল। সেই জটিলতা কেটেছে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের অনুরোধ আমলে নিয়েছে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া এবং হাংজু গেমস কর্তৃপক্ষ। সাইফুল বারী টিটুর রেজিস্ট্রেশন অনুমোদন হওয়ায় অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে ডাগ আউটে দাঁড়াতে আর বাধা নেই সাবেক এই জাতীয় ফুটবলারের। সাবিনাদের নতুন কোচ টিটু এশিয়ান গেমসে কোচিংয়ের ব্যাপারে বলেন, ‘তিন দিন আগে অনানুষ্ঠানিকভাবে জেনেছি রেজিস্ট্রেশন হয়েছে। এটা সাধারণত হয় না। বিওএ এবং বাফুফের আন্তরিক প্রচেষ্টায় সম্ভব হয়েছে।’ সাইফুল বারী টিটু এর আগেও তিনটি এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করেছিলেন। ১৯৯০ সালে খেলোয়াড় আর ২০১০ ও ১৪ সালে কোচ হিসেবে। এবারও কোচ হিসেবে যাচ্ছেন তবে একটু ভিন্ন দায়িত্বে,‘আমার এটি চতুর্থ এশিয়াড। অন্যগুলোর তুলনায় অবশ্যই ভিন্ন। নারী দলে প্রথম কোচ এবং নারীদেরও প্রথম এশিয়ান গেমস।’

রেজিস্ট্রেশন জটিলতা নিষ্পত্তি হওয়ায় এখন ফুটবল ফেডারেশন অনেকটা নির্ভার। তবে টিটুর মনোযোগ অ১৭ দল নিয়েও,‘মানসিকভাবে আমি ভিয়েতনাম যাওয়ারও প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। এখন রেজিস্ট্রেশন হওয়ায় হয়তো চীনেই যাওয়া হবে। তবে দু’টো টুর্নামেন্টের জন্যই সেরা প্রস্তুতি গ্রহণের লক্ষ্য।’ দুই দলকে দুই সপ্তাহ অনুশীলন করিয়ে তার পর্যবেক্ষণ,‘জুনিয়র দলের ফিটনেস লেবেল অসাধারণ। সিনিয়র দলেরও শেখার আগ্রহ রয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধফাইনালের জন্য অপেক্ষায় সাকিব-লিটনের গল টাইটান্স
পরবর্তী নিবন্ধতানজিদ তামিমের অনুপ্রেরণা তামিম ইকবাল