সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে

মোহরায় আলোচনা সভায় আবদুচ ছালাম

| শুক্রবার , ১৮ আগস্ট, ২০২৩ at ৯:৪৭ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপি কর্মসূচি পালন করেছে ৫নং মোহরা ওয়ার্ড যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা। গত ১৫ আগস্ট ওয়ার্ড কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম।

সভায় আবদুচ ছালাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শত সংগ্রামের মধ্য দিয়ে, ষড়যন্ত্র উপেক্ষা করে বাংলাদেশের স্বাধীনতা এনে দেন। শত্রুর মুখে চুনকালি মেখে তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর কন্যার হাত ধরে উপচেপড়া ঝুড়িতে পরিণত হয়েছে। যতদিন শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকবে ততদিন এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে। দেশ ও জাতির স্বার্থে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে। বিশেষ অতিথি ছিলেন এস.এম আনোয়ার মির্জা, মো. ফারুক, বিজিএমই’র প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন। মো. জসিম উদ্দিনের সভপতিত্বে ও মো. ইসহাকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন হাছান মুরাদ চৌধুরী, জমির উদ্দিন, নুরুল ইসলাম, জাহাঙ্গীর চৌধুরী, মো. হানিফ খান, জোহরা বেগম, সোলাইমান, শেখ আহমদ, মো. বাদশা, মো. কাশেম, মো. জাহেদ হোসেন, আলমগীর, শাকের, শাহাজাহান, মো. ওসমান, মো. আজম খান, এরশাদ হেসেন চৌধুরী বিটু, যিশু দাস, মো. হারুন, যুবলীগ নেতা তসলিম উদ্দিন, আয়াছ উদ্দিন, মো. শফি, সরওয়ার, কফিল, মো. জসিম, আরজু, মোরশেদ আহমেদ, বখতিয়ার, রনধীর, রানা মজুমদার, মো. আজম, নাজিম, সিদ্দিক, জাহাঙ্গীর, সালাউদ্দিন, শাহাজাহান, মহিউদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. হোসেন, মো. ফারুক, চান মিয়া, নাজের, সাজ্জাদ, কায়সার, গিয়াস, শফিউল, দেলোয়ার, সাইফুল, মুন্না, তৌহিদ বাদশা, সাইফুল ইসলাম সুরুজ, মিশু দাস, ছাত্রলীগ নেতা মোস্তাফা কামাল, মো. সিফাত, মো. সৌরভ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পেল বাইসাইকেল উপহার
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম চক্ষু হাসপাতালে অত্যাধুনিক প্রযুক্তিতে ছানি অপারেশন